নিউটাউনের রেস্তোরাঁকাণ্ডে নয়া মোড়। রেস্তোঁরার মালিককে চড় মারার অভিযোগ উঠেছিল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। টেকনো সিটি থানার সেই সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হয়নি। সিসিটিভি কাজ করলেও তা রেকর্ড হয়নি। আদালতে জানালো রাজ্য। টেকনো সিটি থানার ওসির কাছ থেকে গোটা ঘটনার ব্যাখা তলব করেছেন পুলিশ কমিশনার। থানার ওসির কাছে ফুটেজ সম্পর্কে কোনও ব্যাখা থাকলে, তা আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিধাননগরের গোয়েন্দা বিভাগের ডিসি কে নতুন করে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ৩১ জুলাইয়ের মধ্যে অগ্রগতি রিপোর্ট পেশের নির্দেশ।
রেস্তোরাঁ মালিক আনিসুর হক, তাঁর স্ত্রী সাহিল পারভিন এবং রেস্তোরাঁ ম্যানেজারকে রক্ষাকবচ হাইকোর্টের। গ্রেফতারির মতন কড়া পদক্ষেপ করা যাবেনা তাঁদের বিরুদ্ধে, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা’র। ৩১ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, গত জুন মাসে নিউ টাউনের এক রেস্তোরাঁয় সিনেমার শ্যুটিং করতে যান সোহম। শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে তৃণমূল বিধায়কের নিরাপত্তারক্ষীদের সঙ্গে রেস্তোরাঁর মালিকের বচসা হয় বলে অভিযোগ। রেস্তোরাঁর মালিকের দাবি, একটি পার্কিং খালি করতে বলা হলে অভিনেতার নিরাপত্তারক্ষীরা তাঁর ওপর চড়াও হন। সোহমও তাকে থাপ্পড়, লাথি, ঘুষি মারেন বলে অভিযোগ করেন তিনি। প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজও। এমনকী ওই ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার একদিন পর নিজের ‘ভুল’ শিকার করে সোহম দাবি করেন, রাগের মাথায় হয়ে গিয়েছে।
দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের...
Read more
Discussion about this post