অনন্ত-রাধিকার বিয়ে নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। প্রি ওয়েডিং, সঙ্গীত অনুষ্ঠান এবং সব শেষে মূল বিয়ের অনুষ্ঠান। সবমিলিয়ে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি খরচ করে ফেলেছেন প্রায় ৩৫০০ কোটি টাকা। ফলে বুঝতেই পারছেন, কতটা জাকজমকপূর্ণ হয়েছে এই রূপকথার বিয়ে। আজ আপনাদের সঙ্গে আলোচনা করবো মুকেশ আম্বানির বেয়াইদের ধনসম্পত্তি নিয়ে। মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ে হল শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে। এছাড়া অনন্তের দাদা আকাশ আম্বানি এবং দিদি ইশা আম্বানির বিয়ে আগেই সম্পন্ন হয়েছে। ফলে মুকেশ এবং নীতার তিন বেয়াই। বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানির বেয়াইরাও যে এলেবেলে হবেন না, এটা স্বাভাবিক। তাই জেনে নেওয়া যাক, তাঁরা কতটা বিত্তশালী।
প্রাক বিয়ের অনুষ্ঠান হোক বা মূল বিয়ে, জলের মতো টাকা খরচ করেছেন মুকেশ। প্রাক বিয়ের অনুষ্ঠানে ৫২ কোটি টাকায় গান পরিবেশন করেছিলেন পপ তারকা রিহানা। সঙ্গীত অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালরা। আবার মঞ্চে একযোগে অনুষ্ঠান করেছিলেন শাহরূখ, সলমন এবং আমির খানরা। প্রায় ৮৩ কোটি টাকায় মূল বিয়ের অনুষ্ঠানে গান গাইলেন আরেক পপ তারকা জাস্টিন বিবার। ফলে চমকের পর চমক ছিল এই রূপকথার বিয়েতে। তবে এবার আপনাদের আমরা আরও বড় চমক দিতে চলেছি। সেটা হল মুকেশ এবং নীতা আম্বানির তিন বেয়াইয়ের সম্পত্তির খতিয়ান জানিয়ে। মুকেশের দুই পুত্র এবং এক কন্যার শ্বশুর-শাশুড়ি কারা? তাঁদের সম্পত্তিই বা কত? জানাবো এই প্রতিবেদনে। ফলে পুরো প্রতিবেদন মন দিয়ে দেখুন।
মুকেশ এবং নীতা আম্বানির দুই ছেলে এবং এক মেয়ে। আকাশ, ইশা এবং অনন্ত। প্রথমে বিয়ে হয়েছিল বড়পূত্র আকাশের। তারপর মেয়ে ইশার। এবার বিয়ে হল কনিষ্ঠপুত্র অনন্তের। আপনারা জেনে অবাক হবেন, সবচেয়ে গরীব ঘরে বিয়ে হল অনন্ত আম্বানির। সেই তুলনায় মুকেশের বাকি দুই বেয়াই অনেক বেশি বিত্তশালী। তবে রাধিকা মার্চেন্টের সঙ্গে অনন্তের সম্পর্ক সেই ছোটবেলা থেকেই। বলা যায়, স্কুল জীবন থেকেই তাঁরা প্রেমে আবদ্ধ ছিলেন। রাধিকার বাবা বীরেন মার্চেন্ট কিন্তু কোনও অংশে কম যান না। তিনিও রীতিমতো বিত্তশালী। তবে মুকেশের দুই বেয়াইয়ের থেকে সম্পত্তির নীরিখে অনেকটাই পিছিয়ে রয়েছেন বীরেন মার্চেন্ট। তিনি এনকোর হেলথকেয়ার সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও। তাঁর মোট সম্পত্তির পরিমান ৭৫৫ কোটি টাকার বেশি। যদিও এনকোর হেলথকেয়ারের বর্তমান মূল্য প্রায় ২০০০ কোটি।
এরপরেই আসবেন আকাশ আম্বানির শ্বশুরবাড়ির পরিবার। আকাশের সঙ্গে বিয়ে হয়েছে শ্লোক মেহতার। যিনি রাসেল মেহতা এবং মৌনা মেহতার মেয়ে। এই মেহতা পরিবারও সম্পত্তির নীরিখে কম যায় না। এই দম্পতি রোজি ব্লু ইন্ডিয়া নামের এক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। তাঁদের মোট সম্পত্তির পরিমান হল ১,৮৪৪ কোটি টাকা। অর্থাৎ, অনন্তর শ্বশুরবাড়ির থেকে বেশি বড়লোক আকাশের শ্বশুর। অন্যদিকে মুকেশ এবং নীতা আম্বানির একমাত্র মেয়ে ইশা আম্বানির বিয়ে হয়েছে ভারতের অন্যতম শিল্পপতি পরিমল পরিবারে। পরিমল গ্রুপের মালিক অজয় পরিমলের ছেলে আনন্দ পরিমলের সঙ্গে বিয়ে হয়েছে ইশার। এই পরিমল গ্রুপের একাধিক ব্যবসা আছে। ওষুধ, রিয়েল এস্টেট, ফাইন্যান্সিয়াল সার্ভিস ইত্যাদি। পরিমল গ্রুপের মোট সম্পত্তি প্রায় ৪.২ বিলিয়ন ডলার, ভারতীয় মূদ্রায় যা প্রায় ৩৪ হাজার ৮৯৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে পরিমল গ্রুপের রেভিনিউ ছিল প্রায় ৯০০০ কোটি টাকা। ফলে বুঝতেই পারছেন, মুকেশ আম্বানির তিন বেয়াইয়ের মধ্যে সবচেয়ে বড়লোক ইশার শ্বশুর। এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানান আমাদের।
Discussion about this post