নতুন নতুন গাড়ির প্রতি ঝোঁক থাকে অনেকেরই। নতুন কোন গাড়ি বাজারে এল খবর রাখেন তারা। এবার তাদের জন্য সুখবর। আবার এই গাড়ি যে সে গাড়ি নয়। সত্তর দশকের একটি জনপ্রিয় ব্যান্ডের গাড়ি নতুন লুকে, নতুন চমক নিয়ে আসছে বাজারে। দুর্দান্ত মাইলেজ দেবে এই বাইক। থাকবে একাধিক চমকপ্রদ ফিচার। দেখতেও অসাধারণ। নতুনভাবে লঞ্চ করা হবে মার্কেটে। খুব শীঘ্রই বিখ্যাত অ্যাম্বাসেডর গাড়ি আসতে চলছে বাইকপ্রেমীদের জন্য। কি সেই গাড়ি জানুন বিস্তারিত।
জানা যাচ্ছে, এই নতুন মডেলটি রয়েল এনফিল্ডের মতো গাড়িকেও টেক্কা দেবে। রাজদুত। একসময় এই গাড়ি বাজারে দাপট দেখাতো। তবে আগের থেকেও নতুনভাব আসছে রাজদুত। শক্তিশালী ইঞ্জিন-সহ একাধিক ফিচার নিয়ে বাজারে লঞ্চ হতে চলেছে এই বাইক। তবে এখনও পর্যন্ত এই কোম্পানী বাইকটির নির্দিষ্ট ফিচারগুলি সামনে আনেনি। তবে এটুকু স্পষ্ট হয়েছে, অসাধারণ লুক নিয়ে লঞ্চ হতে চলেছে রাজদুত। একাধিক কালার অপশনে আসতে চলেছে বাজারে। এখনও পর্যন্ত লঞ্চের তারিখও নির্দিষ্ট করে বলা হয়নি কোম্পানীর তরফে। তবে মনে করা হচ্ছে এ বছরের মধ্যে লঞ্চ হবে এই বাইক। তবে মেন ফ্যাক্টর এর বাজার মূল্য। যা ঘিরে বাইকপ্রেমীদের মধ্যে নানা প্রশ্ন করা হচ্ছে। জানা গিয়েছে, এই বাইকটির এক্স শোরুম মূল্য 1.5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকার মধ্যে হতে পারে। পাশাপাশি অবশ্যই থাকবে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। সুরক্ষার জন্য সামনে-পিছনের চাকায় থাকতে পারে ডিস্ক ব্রেক।
Discussion about this post