সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি। শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন। যার জেরে যাত্রীরা ফের বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত, রক্ষণাবেক্ষণের কাজ চলবে শিয়ালদা শাখায়। তার জন্যই বাতিল বহু ট্রেন। রেল সূত্রে জানানো হয়েছে, শনিবার রাত ১১.৩০ থেকে রবিবার সকাল পর্যন্ত মোট ৮ ঘণ্টা ধরে চলবে এই কাজ। কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচিও পাল্টেছে, কিছু ট্রেনের যাত্রা ছোট করা হয়েছে।
শনিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে?
আপ–ডাউন মিলিয়ে একজোড়া নৈহাটি–ব্যান্ডেল
শিয়ালদহ–শান্তিপুর
শিয়ালদহ–রানাঘাট
কল্যাণী সীমান্ত–নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে।
রবিবার বাতিল থাকবে
আপ–ডাউন মিলিয়ে চার জোড়া নৈহাটি–ব্যান্ডেল
শিয়ালদহ–কৃষ্ণনগর
শিয়ালদহ–শান্তিপুর
শিয়ালদহ–রানাঘাট
শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল
রানাঘাট–নৈহাটি লোকাল
নৈহাটি–কল্যাণী সীমান্ত লোকাল বাতিল থাকবে।
এছাড়াও রবিবার বিশেষ কিছু এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে
বালিয়া শিয়ালদহ এক্সপ্রেস
যোগবাণী–কলকাতা এক্সপ্রেস
গোরক্ষপুর–কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস
মালদা টাউন–শিয়ালদহ গৌড় এক্সপ্রেস
শিয়ালদহ – জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে।
Discussion about this post