রাহুল মুখোপাধ্যায়ের ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে টলিউডের স্টুডিওপাড়া। এই ঘটনার প্রতিবাদে দু ভাগ হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রি। এইবার কর্মবিরতির হুঁশিয়ারি একাংশের। শনিবার একসঙ্গে এই কথা ঘোষণা করলেন স্টুডিওপাড়ার বড় পর্দা এবং ছোট পর্দার পরিচালকেরা।
টলিউডের তরুন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। যাকে নিয়ে উত্তেজনা টলিপাড়ায়। ফেডারেশনকে লুকিয়ে বাংলাদেশে শুটিং করেছিলেন এই পরিচালক। নিয়মবিরুদ্ধ আচারণের জন্য ৩ মাসের জন্য সাসপেন্ড করে ফেডারেশন। আর তারপর থেকেই শুরু হয় বিতর্ক। এইবার কর্মবিরতির হুঁশিয়ারি দিল পরিচালকেরা। জানা গিয়েছে, শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবির শুটিং। কিন্তু শুটিং ফ্লোরে আসেনি কোনও টেকশিয়ান। তাঁদের দাবি, রাহুল যেহেতু ছবিটি পরিচালনা করবেন তাই তারা কোনও কাজ করবেন না। আর এর জেরেই তেঁতে উঠেছে অভিনেতা থেকে পরিচালকরা। তারপরই টেকনিশিয়ানস স্টুডিওতে হাজির হন একাধিক পরিচালক থেকে অভিনেতা। উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শ্রীকান্ত মোহতা, কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, অর্নিবান ভট্টাচার্য-সহ অনেকে। তাঁদের বক্তব্য, টেকশিয়ানরা অসহযোগিতা করছেন পরিচালকদের। এর আগেও ফেডারেশনের নানা নিয়মে ক্ষতির মুখে পড়তে হয়েছে অনেকে। কিন্তু এইবারে তারা একজোট হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। যদি ফেডারেশন সহযোগিতা না করেন তবে সোমবার থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে পরিচালকদের তরফে।
এদিকে ফেডারেশনের ব্যবহৃত গুপি শুটিং নিয়েও নানা অভিযোগ তোলেন পরিচালকেরা। যদি কম দিনের শুটিংযে টেকনিশিয়ান কম লাগে, তবে ফেডারেশন বেশি সংখ্যক টেকনিশিয়ান দিয়ে কাজ করাতে বাধ্য করে। অন্যদিকে পরিচালক রাহুল মুখোপাধ্যায় জানান, আমি খুব কষ্ট করে একটি সিনেমা বানাতে চেয়েছিলাম। শান্তিভাবে বানাতে চাই। আমার সিনিয়ররা রয়েছেন। তারা জানাবেন। এখন প্রশ্ন উঠছে SVFর পুজোর ছবি কি পরিচালনা করতে পারবেন রাহুল? ফের বৈঠক ডাকেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি জানান, বৃহস্পতিবারের সিদ্ধান্তই বহাল থাকবে। পরিচালক নয়, সৃজনশীল প্রযোজক হিসেবে কাজ করবে রাহুল। SVF প্রযোজনা সংস্থার পুজোর ছবিটি পরিচালনা করবেন সৌমিক হালদার।
Discussion about this post