বাংলাদেশ এখন প্রবল সংকটে। অশান্তি অব্যাহত রয়েছে। সেদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। গণভবনে তাণ্ডব চালানো হচ্ছে। বাড়ছে নিহতের সংখ্যা। অগ্নিগর্ভ পরিস্থিতি এখন বাংলাদেশে। এই সময় এপার বাংলা ও ওপার বাংলার অভিনেতা-অভিনেত্রীরাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। বাংলাদেশের মানুষের পাশে রয়েছেন বলে জানাচ্ছেন তারা। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেতা জিৎ। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন অভিনেতা। সেখানে কি লিখলেন তিনি?
এপার বাংলাতে যেমন জনপ্রিয়, ঠিক ওপার বাংলাতেও জনপ্রিয় অভিনেতা জিৎ। অগণিত ফ্যান রয়েছে সেদেশে। এবার তাদের উদ্দেশ্যে নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করলেন তিনি। লিখলেন, বাংলসাদেশের এই কঠিন সময়ের জন্য প্রার্থনা করছি। প্রত্যেকেই ভালো থাকুক। যে সমস্ত ঘটনা সামনে আশছে তা অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পার করুক দেশ। তেমনটাই জানিয়েছেন জিৎ। কিন্তু এই মুখ খুলেই এবার কটাক্ষের মুখে পড়লেন অভিনেতা। নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ হলেন জিতের উপর। কিন্তু কি কারণ?
নেটিজেনদের একাংশ লিখেছেন, আগে নিজের বাংলা নিয়ে দু চারটে কথা বলুন। তারপর পার্শ্ব দেশ নিয়ে কথা বলবেন। বাংলাতে এত দুর্নীতি, সেই নিয়ে চুপ করে রইলেন। অথচ অন্য দেশ নিয়ে মন্তব্য করছেন। যখন বাংলাদেশিরা গালিগালাজ করে, তখন মনে থাকে না? তবে দেখা যাচ্ছে শেখ হাসিনা দেশ ছাড়ার পর কিছুটা অশান্ত প্রশমিত হয়েছে। পাশাপাশি সেখানে য়াতে শান্তি বজায় থাকে তাই দেশবাসিকে শান্তির বার্তা দিচ্ছেন সেখানকার সেনা প্রধান। তবে পুরোপুরিভাবে কবে দেশ ফের আয়ত্তে আসবে সেই আশায় দিন গুনছে প্রত্যেকে।
বাংলাদেশের এই কঠিন সময়ে অনেকেই দেখা যাচ্ছে, নানাভাবে পোস্ট করছেন
Discussion about this post