আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। পুলিশ – হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। কলকাতা পুলিশের কেস ডায়রিতে সন্তুষ্ট নয় আদালত। এখনি সিবিআই-কে কেস ডায়রি হস্তান্তরের নির্দেশ প্রধান বিচারপতির। আদালতের পর্যবেক্ষণে হবে তদন্ত। পরবর্তী শুনানির দিন তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ প্রধান বিচারপতির। পাঁচ দিন পরেও তদন্তে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেই বলে মন্তব্য প্রধান বিচারপতির। একই সঙ্গে হাইকোর্ট জানায়, রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে।
শুধু তাই নয়, যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তাও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। বিচারপতি উল্লেখ করেছেন, ‘রাইট নাও’ অর্থাৎ অবিলম্বে সিবিআই এই তদন্ত শুরু করবে। বুধবার সকাল দশটার মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হবে। এবং মামলার নথিপত্র আজই গোয়েন্দা আধিকারিকরা নিজেদের সংগ্রহ করবেন। প্রসঙ্গত, আরজি কর মামলার ঘটনায় আদালতের প্রশ্ন, দেহ কি রাস্তায় পড়ে ছিল? সুপার বা অধ্যক্ষ অভিযোগ করেননি কেন? আর কিছু বলতে হবে না। ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে, রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতির। এটা একটা অমানবিক ঘটনা, মন্তব্য প্রধান বিচারপতির। এদিকে, প্রধান বিচারপতির নির্দেশের পরেই কেস ডায়রি পেশ করে পুলিশ। সেই কেস ডায়রিতেই সন্তুষ্ট নয় আদালত। এরপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
Discussion about this post