সোদপুরে রাত দখলের কর্মসূচির ভিড়ে মিশলেন অভিনেতা জিতু কমল। কোন কিছুতেই ভয় নেই আর। রাত দখলকারীদের উৎসাহ দিতে এসে বললেন জিতু।
এক তরুণী চিকিৎসকের নির্মম মৃত্যু ঘিরে গোটা রাজ্য যেন এক সুতোয় বেঁধে গিয়েছে। একটাই দাবি, বিচার চাই। অপরাধীর শাস্তি ও পাশাপাশি রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা। দুটি বিষয় নিশ্চিত করতে রাত দখলের কর্মসূচি। একদিকে সাধারণ মানুষ যেমন মোমবাতি, মশাল হাতে রাস্তায় নেমে ছিলেন। তেমনভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সেলিব্রিটি-সকলেই মিশলেন রাত দখল কর্মসূচির ভিড়ে। ভিড়ের মাঝে দেখা গেল অভিনেতা জিতু কমলকে।
অভিনেতা জিতু সোদপুরেরই বাসিন্দা। এদিন রাত দখল কর্মসূচি ঘিরে ট্রাফিক মোড়ে ছিল চোখে পড়ার মতো ভিড়। অভিনেতা ভিড়ে মিশে সাধারণ মানুষকে উদবুব্ধ করতে চাইলেন। বোঝাতে চাইলেন, একেবারে সঠিক পথেই এগোচ্ছেন সাধারণ মানুষ। ইডি, সিবিআই, পুলিশ শুধু নয়। মানুষকে আস্থা রাখতে হবে নিজের উপর, নিজের কন্ঠের উপর। বিপদে পাশে দাঁড়াতে হবে । তবেই না ভয় পাবে দুর্বৃত্তরা
Discussion about this post