আরজি করের ঘটনায় তোলপাড় রাজ্য। শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলায় জেলায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। রাজ্যের গণ্ডি পেরিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। কর্মরত মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিরোধী দলগুলির পাশাপাশি সরব হয়েছে বিভিন্ন মহল। আর সারা দেশ জুড়ে যখন আন্দোলন চলছে, ঠিক তখন শিলিগুড়ি শহরেও বিভিন্ন সংগঠন এবং মহিলাদের পক্ষ থেকে আন্দোলন সংঘটিত করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আর জি করকাণ্ডের প্রতিবাদ করে এবং সুবিচার চেয়ে পথে নামল শিলিগুড়ি জার্ণালিস্টস ক্লাব। এদিন হাতে মোমবাতি ও প্লাকার্ড নিয়ে পথে নামেন শিলিগুড়ি শহরের সাংবাদিকেরা। এই মিছিল শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের নিজস্ব কার্যালয় থেকে শুরু হয়। এরপর হিলকার্ট রোড হয়ে সেবক মোড় হয়ে ভেনাস মোড়ে এসে এই মিছিল শেষ হয়। ‘সাংবাদিকের চড়ছে স্বর, জাস্টিস ফর আরজি কর’, এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদে নামে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব। দাবি একটাই, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
রাজ্যে ৬ কেন্দ্রে উপনির্বাচনের দিন সকালে ভাটপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যা...
Read more
Discussion about this post