আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর এখনো পর্যন্ত তিনটি মহিলা পরিচালিত দুর্গা পুজো কমিটির তরফ থেকে ৮৫ হাজার টাকা ফেরত দেওয়ার ঘোষণা করা হয়েছে। এমন ঘোষণাকে সমর্থন জানিয়েছে রাজ্যের বহু মানুষ। রাজ্যের একের পর এক ক্লাবের যখন দুর্গাপুজোর সরকারি অনুদান ফেরত দেওয়ার হিড়িক শুরু হয়েছে সেই সময় আবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি তুলতে দেখা গেল তৃণমূল নেতা কুনাল ঘোষকে। রবিবার এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, ‘যে পুজো মিটি এই ইস্যুর সঙ্গে পুজো মিশিয়ে পুজোর টাকা নেবে না বলছে, তারা এত বছর যা নিয়েছে সবটা ফিরিয়ে দিক।ওই পুজোর সঙ্গে জড়িতরা রাজ্য সরকারের থেকে নেওয়া সবরকম স্কিম নেবেন না বলে জানান। না হলে শুধু সস্তা রাজনৈতিক চটক দেখিয়ে লাভ কী? RGKar এ দোষীদের মৃত্যুদণ্ড আমরাও চাই।’ তবে একের পর এক পুজো কমিটি অনুদান ফেরানোয় বিরক্ত শাসকশিবির। প্রতি বছর রাজ্য সরকার বিভিন্ন পুজো কমিটিগুলিকে অনুদান দেয়। গত বছর ৭০ হাজার টাকা ছিল। এ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকার পরিমাণ বাড়িয়ে ৮৫ হাজার করেছেন। এই ঘোষণা নিয়ে প্রথম থেকেই সরব ছিল বিরোধীরা। এবার সাধারণ মানুষও মুখ খুলতে শুরু করেছে অনুদান প্রসঙ্গে। তবে কুনাল ঘোষ কেবলমাত্র দুর্গা পুজোর সরকারি অনুদানের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে এমন নিদান দিয়েছেন তা নয়, এর আগেও দিন কয়েক আগে তাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত দিতে দাবি তুলতে দেখা গিয়েছিল।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post