আরজি কর কাণ্ডে নাম জড়াল ময়দানের ফুটবল কর্তা চন্দন লৌহর। এই চন্দন হলেন কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের উত্তরপল্লী এমএস ক্লাবের অন্যতম কর্তা। পাশাপাশি তিনি আইএফএ এর গভর্নিং বডির সদস্যও। আর জি কর মেডিক্যাল হাসপাতালের দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ফুটবল কর্তা চন্দনকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। তার টালাপার্কের বাড়িতেও সিবিআই রেড করেছে। টালাপার্কের বাসিন্দা চন্দনের বিরুদ্ধে অভিযোগ,টেন্ডার ছাড়াই আর জি কর হাসপাতালে একটি স্টল আছে। সেই স্টলটি চালায় তাঁর স্ত্রী। চন্দনের এই স্টলের উদ্বোধন করেছিলেন আরজি কর কাণ্ডের অভিযুক্ত প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। ছিলেন তৃণমূল বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষও। আরও অভিযোগ, সন্দীপ ঘোষ নাকি টেন্ডার ছাড়াই আরজি কর হাসপাতেল স্টল সহ অন্যান্য সুবিধা পাইয়ে দিয়েছিলেন। এদিকে চন্দন নাকি অতীন ঘোষেরও ঘনিষ্ঠ। স্টল উদ্বোধনে সন্দীপ ঘোষের সঙ্গে চন্দনের ছবিও দেখা গিয়েছে। সিবিআই চন্দনের বাড়ি রেড করা ছাড়াও তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। স্বাভাবিক ভাবেই এবার সিবিআই এর র্যাডারে চন্দন।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post