আর জি কর-কাণ্ড নিয়ে প্রত্যেকেই সুর চড়িয়েছেন। প্রত্যেকেই প্রতিবাদী কন্ঠস্বরের সঙ্গে বলছেন, বিচার চাই। যে যার মতো করে প্রতিবাদ করছেন। এইবার সঙ্গিত শিল্পী অরিজিৎ সিং, ইতিমধ্যেই তার গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কি নির্যাতিতার বিচারের জন্য গান বাঁধলেন তিনি?
প্রতিবাদের ধরণ প্রত্যেকের আলাদা হলেও ভাষা একই। আর জি করে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ। পাশাপাশি এখনও অব্যাহত প্রতিবাদ। কিন্তু এসবের মাঝে নিরব ছিলেন অরিজিৎ। কিছু ভুয়ো খবর ছড়িয়ে পড়লেও আর জি কর নিয়ে তাকে নিজে থেকে কিছু বলতে শোনা যায়নি। এইবার মুখ খুলেন গায়ক। অরিজিৎ সিংয়ের কিছু ফ্যানপেজ থেকে গায়কের কিছু ভিডিও পোস্ট হয়েছে। যেখানে অরিজিৎ সিংকে দেখা যাচ্ছে রেকডিং স্টুডিওতে। সেখান থেকেই তিনি লাইভ করেন। তিনি জানান, সবাই রাস্তায় নামছে। কিন্তু সবাই নেমে গেলে তো হল না। বিশৃঙ্খলা যাতে না হয়, সেটা দেখতে হবে। যারা তোমাদের রাগাচ্ছে, তোমরা রেগে যেও না। এরপর অরিজিৎ আরও বলেন, তোমাদের মতো স্বাধীনতা আমার নেই। আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পার না।
উল্লেখ্য, এই ভিডিও নতুন নাকি পুরোনো তা স্পষ্ট নয়। তবে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে অরিজিৎ সিং গান গাইছেন। অনেকে বলছেন, তিলোকত্তমার বিচার চেয়ে এই গান করেছেন সঙ্গীত শিল্পী। গিটার হাতে গান শোনা যাচ্ছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। যদিও অরিজিৎ সিংয়ের ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে কোনও গান পোস্ট হয়নি।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post