আরজি কর কাণ্ডের তদন্তভার সিবিআই হাতে যাওয়ার পর সেই তদন্তের আজ ১২ তম দিন। সন্দীপকে আজও ফের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় সিবিআই অধিকারীদের। আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ ফের তলব করেছে সিবিআই। সেই মতো সিজিও কমপ্লেক্সে পৌঁছেও গিয়েছেন সন্দীপ ঘোষ। সূত্রের খবর, আজও বয়ান রেকর্ড করা হয় সন্দীপ ঘোষের। এদিকে,আজ মামলায় কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত পৌঁছে গেলেন সিজিও কমপ্লেক্সে। সূত্র মারফত জানা গিয়েছে আজ পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা অনুপ দত্তেরও।
সিবিআই অধিকারিকরা জানিয়েছেন , অনুপ দত্তের বয়ানে একাধিক ধোঁয়াশা ধরা পড়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ পলিগ্রাফ টেস্ট হবে তাঁরও ।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার পর সন্দীপ ঘোষকে নিয়ে এখন জল্পনা শুরু বিভিন্ন মহলে। আর এই ধর্ষণ-খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের পর এবার আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়েও জড়িয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের নাম।
প্রসঙ্গত,গত রবিবার সকাল সকাল সিবিআই পৌঁছে গিয়েছিলো আরজি করে প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে। কিন্তু দেখা যায় দরজা খোলেননি সন্দীপ। রীতিমতো ঘণ্টা খানেক অপেক্ষার পর সেখানে প্রবেশ করে সিবিআই অধিকারিকরা। ১২ ঘণ্টা পর সন্দীপের বাড়ি থেকে বেরতে দেখা যায় সিবিআই অফিসারদের।
উল্লেখ্য ইতিমধ্যেই আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় একাধিক ব্যক্তির পলিগ্রাফ পরীক্ষা করাতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের পলিগ্রাফ টেস্ট করায় সিবিআই। শনিবার সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়েছে, রবিবার ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার পর গত সোমবারও ফের আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়৷ তবে এখনও কোনও চাঞ্চল্যকর তথ্য সামনে আনতে পারেনি সিবিআই। কবে হবে এই ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটন, কবেই বা প্রকৃত দোষীরা সামনে আসবে? সেই প্রশ্নই উঠছে।
Discussion about this post