বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর হঠাৎ করেই অস্থায়ী সরকারের প্রধান হন নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনূস। সরকার চালাতে গেলে রাজনীতিটাও প্রয়োজন। কিন্তু হঠাৎ ক্ষমতা পেয়ে এমন কিছু মন্তব্য তিনি করছেন, তাতে গোটা বাংলাদেশকেই অস্বস্তিতে পড়তে হচ্ছে। এই যেমন চীনে গিয়ে বলে এলেন, ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য ল্যান্ড লক। সমুদ্রের অভিভাবক বাংলাদেশ। যদিও বিমসটেক শীর্ষ সম্মেলনে এর কড়া ভাষায় জবাব দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এরমধ্যে সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে ভারতের ভবিষ্যতের পরিকল্পনা এবং ভারত আসলে প্রতিবেশী দেশের বিতর্কিত মন্তব্যে কি ভাবছে, সেই বিষয়ে বিস্ফোরক কিছু কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী। এমনিতেই বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে ভারত। এইবার সেভেন সিস্টার্সকে আরও আধুনিক করতে জয়শঙ্কর একের পর এক কথা আন্তর্জাতিক স্তরে বললেন।
তিনি বলেছেন, আমরা সেভেন সিস্টার্সর পরিকাঠামো মজবুত করছি। এমনকি এর জন্য জাপানের মত একটি দেশের সঙ্গে কথা বলছি। উল্লেখ্য, জাপান এখন চীন বিরোধী। তারা চীনের থেকে বাঁচার জন্য আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে। আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে তারা বন্ধু। একসঙ্গে নানা কাজ করছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত জাপানকে বেছে নিয়ে দুটো বার্তা স্পষ্ট করে দিয়েছে। এক হল, মোহাম্মদ ইউনূসের আগ্রাসী মনোভাব কড়াভাবে প্রতিহত করার চেষ্টা করছে ভারত। এমনকি ইউনূস সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে চীনকে এর মধ্যে জড়িয়েছেন, তাতে পাল্টা দিতে আমেরিকা এবং জাপানকে সঙ্গে নিয়ে করতে চাইছে ভারত। আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে দাওয়াই দিতে প্রস্তুত ভারত। অন্তত ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এর বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। শুনুন তার বক্তব্য।
তিনি আরও বলেছেন। এই মুহূর্তে সেভেন সিস্টার্স এ আমরা প্রত্যেকটি রাজ্যের নির্দিষ্ট স্বার্থ পূরণ করার জন্য এগোতে চাইছি। অর্থাৎ তিনি ভালো করে বুঝে গিয়েছেন, এই মুহূর্তে সেভেন সিস্টার্স এর মানুষ যদি একসঙ্গে থাকেন, তবে বিশ্বের কোনও শক্তিই দেশকে টলাতে পারবে না। এমনকি G20 সম্মেলনে সেভেন সিস্টার্স নিয়ে নানারকম বিষয় আন্তর্জাতিক স্তরে উত্থাপন করবেন। শুধু তাই নয়, যাতে এখানে প্রচুর বিনিয়োগ আসে তারও প্রচেষ্টা চালানো হবে। আর কি বলেছেন তিনি এ বিষয়ে শুনুন
অর্থাৎ কোনও একটি নির্দিষ্ট অঞ্চল যখন আন্তর্জাতিক স্তরে উত্থাপিত হয়, তখন বাংলাদেশের মতো একটি দেশ কিছুই করতে পারবে না। এটাই স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
Discussion about this post