সুনামগঞ্জের দোয়ারাবাজারের সীমান্ত এলাকায় ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৯ লাখ এক তরুণকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে দোয়ারাবাজার থানায় পাঠানো করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মনোরা থেকে ইলিশগুলো উদ্ধার করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ দাবি করেছে, বুধবার বিকেলে, কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর আনন্দপুর এলাকায়, সীমান্তের ১০০ গজের মধ্যে অন্তত ৬৫০ কেজি ইলিশ মাছ বাজেয়াপ্ত করেছে তারা। ভারতে ওই মাছগুলি প্রতি কেজি আনুমানিক ১,৬০০ টাকা করে বিক্রি হয়। ফলে বাজেয়াপ্ত মাছের মোট মূল্য প্রায় ১,০২৫,৬০০ টাকা বলে দাবি বিজিবি-র। বিজিবি জানিয়েছে, নিলাম করে ওই মাছ বিক্রি করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করা হয়েছে।
বাংলাদেশের জনগণের একটা অংশ যেখানে ভারতের বিরোধিতা করতে ব্যাস্ত। ওই দেশের তদারকি সরকারের অভ্যন্তরেও যেখানে ভারত বিদ্বেষী কয়েকজন উপদেষ্টা আছেন।...
Read more
Discussion about this post