প্রথমবার আইএসএলে কলকাতার তিন প্রধান। সোমবার ঘরের মাঠে দেশে সেরা ফুটবল লিগে অভিযান শুরু করবে মহামেডান স্পোর্টিং। তার আগে একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের জার্সি উদ্বোধন করা হল। বৃহস্পতিবার রাতে শহরে একটি পাঁচতারা হোটেলে আইএসএল দলের আত্মপ্রকাশ ঘটল মহমেডানের। এক ছাদের তলায় তারকা সমাহার। যেন চাঁদের হাট। অধিনায়ক সামাদ আলী মল্লিক থেকে শুরু করে দলের বিদেশিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।এছাড়া ছিলেন মহামেডানের সভাপতি আমির উদ্দিন ববি, সহ-সভাপতি কামারউদ্দিন সহ ক্লাবের অন্যান্য কর্তারা। ছিলেন মহামেডানের অন্যতম ইনভেস্টার শ্রাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি এবং সংস্থার চেয়ারম্যান তমাল ঘোষাল। অনুষ্ঠান মঞ্চেই রাহুল টোডির জন্মদিনের কেক কাটা হয়।
প্লেয়ারদের সই করা জার্সি তাঁকে উপহার দেয়া হয় ।প্রথম বছরই মোহামেডান কে ভালো জায়গায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। রাহুল টোডি বলেন,” বিশ্বের বিভিন্ন প্রান্তে মোহামেডানের সমর্থকরা আছে। আমরা অনেক কষ্ট করে খেলা ছাড়পত্র সংগ্রহ করেছি আমরা এই জায়গা থেকে দলকে এগিয়ে নিয়ে যাব। আমিরউদ্দিন ববি বলেন, বাঙ্কারহিলকে নিয়ে আমরা আই এস এলে উঠেছি ।এই জায়গায় পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এবার আমরা সঙ্গে শ্রাচি গ্রুপকে পেয়েছি। আই এস এল এ ভালো দল করার চেষ্টা করেছি ।ভালো রেজাল্টের বিষয়ে আশাবাদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফের চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, সঞ্জয় বসু প্রমুখ কিন্তু ব্যক্তিগত কারণে দিল্লিতে থাকায় অনুষ্ঠানে হাজির থাকতে পারেনি বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক সিং।
আইএসেলের সমর্থকদের মাঠ ভরানোর অনুরোধ জানান কোচ আন্দ্রে চের্নিশভ ।জানান এই পর্যায়ে সব ম্যাচ জেতা সম্ভব নয়। তবে ভালো ফুটবল উপহার দিতে চান । চের্নিশভ বলেন ,”আই এস এল এর মান আই লিগের থেকে অনেকটাই বেশি ।সেরা ভারতীয় এবং বিদেশীরা খেলে । রেজাল্ট কি হবে কেউ জানে না ,তবে আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করব ।প্রথম ম্যাচ আমাদের কাছে স্পেশাল ।আমি চাই প্রত্যেক ম্যাচেই সমর্থকরা মাঠে আসুক। জানি সাপোর্টাররা ইতিবাচক রেজাল্ট চায়। আমরাও প্রত্যেক ম্যাচ জিততে চাই ।কিন্তু সেটা হয়তো সম্ভব নয়। তবে আমরা লড়াই করব। ভালো ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম বছর চমক দিতে চাই'”। এদিন ঢাক ঢোল বাজিয়ে এক গম গমে অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উদ্বোধনের অনুষ্ঠানের সূচনা হয়। আই এস এলের গোটা দলকে মঞ্চে ডেকে নেওয়া হয় । রিজার্ভ দলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।বেশ কয়েক বছর ধরে আই এস এল খেলছে মোহনবাগান ইস্টবেঙ্গল ।কিন্তু দেশের সেরা লিগে কোনদিনই এইভাবে কলকাতার দুই প্রধানের আত্মপ্রকাশ ঘটেনি।
Discussion about this post