আইপিএল মানেই রেকর্ডের ছড়াছড়ি । গত ১৭ বছরের ইতিহাসে অনেক রেকর্ডে সাক্ষী থেকেছে ভারতের এই কোটিপতি লিগ । টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের রেকর্ড রয়েছে । এখনো পর্যন্ত আইপিএলে যে রেকর্ড গুলি অম্লান হয়ে রয়েছে । ১, আইপিএল এর উদ্বোধনী সংস্করণের ফাইনাল । ২০০৮ সালের আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস । চেন্নাই সেই ম্যাচে ১৬৩রান তোলে। দলের ৫ তারকা ব্যাট হাতে অবদান রেখেছিলেন। ১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের ।সেই ম্যাচে তিন উইকেটে জেতে রাজস্থান । শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল এক রান ।সেটি তুলে নিয়ে পিংক আর্মিকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন বানান সোহেল তানভির।
২. ক্রিস গেইলের ৬৬ বলে ১৭৫ রান। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস এখনও রয়েছ ক্রিস গেইলের ঝুলিতে। ২০১৫ সালে পুনে ওয়ারিয়রসের বিরুদ্ধে গেইলের খেলা ৬৬ বলে ১৭৫ নট আউট এখনো আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান। এই রেকর্ড করার পথে ১৭ টি ছয় মেরেছিলেন গেইল।
৩. পোলার্ডের ক্যাচ মিসের হ্যাটট্রিক । আইপিএলের মত টুর্নামেন্টে কোন ম্যাচে ক্যাচ মিস মানেই সেই দলে জেতার সম্ভাবনা কমে আসে । কোন ক্রিকেটার একবার ক্যাচ মিস করলে পরবর্তীতে তিনি অতিরিক্ত সতর্ক হয়ে যান। তখন অতিরিক্ত সতর্কতার ফলে ক্যাচ আর মিস হয় না। তখন আবার অতিরিক্ত সতর্কতা ফলে পরপর আরো ক্যাচ ফস্কাতে থাকেন ফিল্ডার । এইরকমই হয়েছিল কায়রণ পোলার্ডর সঙ্গে । আইপিএলের এক ম্যাচে তিনি মাইক হাসির ক্যাচ পর পর তিনবার মিস করেছিলেন।
৪. রোহিত শর্মার হ্যাটট্রিক। ব্যাটার হয়েও আইপিএলের ইতিহাসে হ্যাট্রিকের তালিকায় নাম রয়েছে রোহিত শর্মার। ২০০৯ সালে ডেকান চার্জার্সে খেলার সময়ের রুদ্ধশ্বাস পরিস্থিতিতে এসে তিনি এই রেকর্ড করেছিলেন । মুম্বাইয়ের সেই সময় ৩০ বলে ৪০ রানের প্রয়োজন ছিল। ওই সময় রোহিতকে বল করতে পাঠিয়েছিলেন ওই সময়ের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট । তার হ্যাটট্রিকের তালিকায় ছিল অভিষেক নায়ার, হরভজন সিং ও জিপি ডুমানীর উইকেট ।
৫. সবচেয়ে বেশি হ্যাটট্রিক । আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিক রয়েছে অমিত মিশ্রের ঝুলিতে। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট তিনবার হ্যাটট্রিক করেছেন ।
৬. কুম্বলের পাঁচ রানে পাঁচ উইকেট । আইপিএলের ইতিহাস পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট নেওয়া রেকর্ড খুব কমই রয়েছে । অনিল কুম্বলে রাজস্থান রয়েলসের বিরুদ্ধে পাঁচ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়েছিলেন । সেই ম্যাচ জিতেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।।
ধর্ষণ ও খুনের ঘটনার আট মাস পর আবারও খবরের শিরোনামে আরজিকর কান্ড! অভয়ার দেহ উদ্ধারের কিছু মাস পর একটি হোয়াটসঅ্যাপ...
Read more
Discussion about this post