বেআইনি বাড়ি ভাঙ্গায় কলকাতা পুরসভাকে সাহায্য করবে স্পেশাল টাস্ক ফোর্স। এই স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে পুলিশকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি নির্মাণ ভাঙ্গতে গিয়ে বারংবার প্রতিরোধের মুখে পড়ছে কলকাতা পুরসভা। সেই প্রবণতার মোকাবিলা করতে ও পুরসভাকে সহায়তা দিতে এবার কলকাতা পুলিশকে স্পেশাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি এস শিবগননম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
গার্ডেনরিচ বাড়ি ভেঙে পড়া কাণ্ডের জেরে কলকাতা পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সেই সময় হাইকোর্টে বিচারপতি অমৃতার সিনহা নির্দেশ দেন কলকাতার বেআইনি নির্মাণগুলিকে ভেঙে ফেলতে হবে। তারপর পুরসভা একটি রিপোর্ট দাখিল করে। এই রিপোর্ট অনুযায়ী, শহরে কিছু বাড়ি বেআইনিভাবে নির্মিত। সেগুলি ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেই বাড়িগুলিতে বেআইনিভাবে থেকে যাওয়া বাসিন্দাদের কারণে বাড়ি ভাঙ্গা যাচ্ছে না। অনেক বাসিন্দারা বাড়ি খালি করতে চাইছেন না।
এই অবস্থায় বাড়িগুলি খালি করার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা জরুরী। ওই বাসিন্দাদের বাড়ি খালি করার জন্য সর্বাধিক ১৫ জুন পর্যন্ত সময় দিয়েছে ডিভিশন বেঞ্চ। যদি কোনও বাসিন্দা ১৫ জুনের মধ্যে বাড়ি খালি করতে অস্বীকার করেন বা পুরসভার কাজে হস্তক্ষেপ করেন, তাহলে পুলিশ প্রয়োজনীয় বলপ্রয়োগ করতে পারবে। এবং পুলিশ চাইলে সেই বাসিন্দার বিরুদ্ধে ফৌজদারি মামলাও রুজু করতে পারবে বলে নির্দেশ কলকাতা হাইকোর্টের। এছাড়াও, যে পুরকর্মীরা বাড়ি ভাঙ্গতে আসবে তাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ বলে নির্দেশ আদালতের।
Discussion about this post