আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জয়েন্ট্র এন্ট্রান্স পরীক্ষা। রবিবার বেলা ১১ টা থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস এর পরীক্ষা শুরু হবে। দুপুর ১টা পর্যন্ত হবে গণিত পরীক্ষা। বিরতির পর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের সুবিধায় ওইদিন বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। এছাড়াও থাকবে অতিরিক্ত মেট্রো পরিষেবা। রবিবার নির্ধারিত সময়ের আগে থেকেই চলবে মেট্রো। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার হাওড়া ডিভিশনে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত এবং বিকেল ৪টে ২৫ মিনিট থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত ৬ জোড়া অতিরিক্তি ট্রেন চলবে। কোন কোন ট্রেন চলবে তালিকা নির্দিষ্ট করে রেলমন্ত্রক বলেন, পরীক্ষার দিন পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত পূর্ব রেল কর্তৃপক্ষের।
অতিরিক্ত যে ট্রেনগুলি চলবে সেগুলি হল-
৩৬০৮২ মশাগ্রাম – হাওড়া লোকাল (ছাড়বে – ৮:০৬ মিনিটে)
৩৭২৩০ ব্যান্ডেল – হাওড়া লোকাল (ছাড়বে – ৮:২৮ মিনিটে)
৩৭০৪২ শেওড়াফুলি – হাওড়া লোকাল (ছাড়বে – ৮:২০ মিনিটে)
৩৭০১২ শ্রীরামপুর – হাওড়া লোকাল (ছাড়বে – ৮:৪০ মিনিটে)
৩৭০৬২ শেওড়াফুলি-হাওড়া লোকাল (ছাড়বে- ৬.১৩ মিনিটে)
৩৭৫১২ ব্যান্ডেল-বালি লোকাল(ছাড়বে- ৪.২৫ মিনিটে)
৩৬০৮১ হাওড়া – মশাগ্রাম লোকাল (ছাড়বে – ৫:৪৫ মিনিটে)
৩৭২১৭ হাওড়া – ব্যান্ডেল লোকাল (ছাড়বে – ৭:০৫ মিনিটে)
৩৭০৪১ হাওড়া – শেওড়াফুলি লোকাল (ছাড়বে – ৭:৩০ মিনিটে)
৩৭০১১ হাওড়া – শ্রীরামপুর লোকাল (ছাড়বে – ৭:৪৫ মিনিটে)
৩৭০৬১ হাওড়া – শেওড়াফুলি লোকাল (ছাড়বে – ৫ টায়)
৩৭৫১১ বালি – ব্যান্ডেল লোকাল (ছাড়বে – ৫:৫২ মিনিটে)
এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো পরিষেবা ও বাড়ানো হয়েছে। রবিবার নির্ধারিত সময়ের আগে থেকেই চলবে মেট্রো যাতে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে সময় বিলম্ব না হয়। রবিবার অতিরিক্ত পাঁচ জোড়া মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সাধারণ দিনগুলিতে আপডাউন মিলিয়ে ১৩০ টি মেট্রো ট্রেন চালানো হয়। কিন্তু রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা থাকার জন্য এদিন আপ ও ডাউনে ৭০ টি করে মোট ১৪০টি ট্রেন চলবে সকাল সাড়ে আটটা থেকে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
Discussion about this post