শনিবার ইডেনে ম্যাচ দেখতে সকাল সকাল ঢুকতে হবে মাঠে। নাহলেই পড়তে পারেন ভোগান্তির মুখে। কারণ, ইডেনে যখন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে তখন রাজভবনে ঢুকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারই নির্বাচনী প্রচারে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধে সাড়ে সাতটায় ম্যাচ শুরু। ম্যাচ শুরুর পরও অনেক দর্শক ঢোকেন। অনেকে বাইরে অপেক্ষা করেন। কিন্তু শনিবারের ম্যাচে তা হচ্ছে না। পুলিশ সূত্রের খবর, সন্ধে সাড়ে সাতটায় এয়ারপোর্ট নামবেন প্রধানমন্ত্রী।
এরপর রাত কাটাবেন রাজভবনে। সেখানে আসতে আটটা বাজবে। ফলে, সেই সময়ের আগে থেকে যান নিয়ন্ত্রণ করা তো হবেই, নিরাপত্তার কারণে রাজভবনের আশপাশের ফুটপাথ দিয়েও যেতে দেওয়া হবে না। জমায়েতও করাতেও নিষেধাজ্ঞা রয়েছে। ফলে, ভোগান্তি এড়াতে ইডেনে ম্যাচ দেখতে সাত তাড়াতাড়িই ঢুকতে হবে দর্শকদের। চিরাচরিত রীতি মেনে রাজভবনের সাউথ গেট দিয়েই ঢুকবেন প্রধানমন্ত্রী। যদিও তার আধঘণ্টা আগেই খেলা শুরু হয়ে যাবে।
পশ্চিমবঙ্গে ফের ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী শনিবার হাওড়ায় জনসভা করবেন মোদী। ওই দিন মোদীর সভামঞ্চে উপস্থিত থাকবেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং জেলারই আর এক কেন্দ্র উলুবেড়িয়ার পদ্মপ্রার্থী অরুণ উদয় চৌধুরী। পরের দিন প্রধানমন্ত্রী সভা করার কথা সিঙ্গুরে। ওই সভায় উপস্থিত থাকবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর, হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং শ্রীরামপুরের পদ্মপ্রার্থী কবীরশঙ্কর বসু। মোদীর পাশাপাশি রাজ্যে একের পর এক নির্বাচনী জনসভা করছেন অমিত শাহও।
Discussion about this post