এবার শেষ মেট্রোর ছাড়ার সময়সীমা বাড়ানো নিয়ে আবেদন করা হল কলকাতা হাইকোর্টে। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া লাইনে শেষ মেট্রো ছাড়ে রাত ৯ টা ৪০-এ।এর বদলে অন্তত সাড়ে ১০ টায় শেষ মেট্রো ছাড়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। বৃহস্পতিবার এই মামলা শুনানি হয় প্রধান বিচারপতি টিএস শিভগননম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই বিষয়টিতে হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট।
জনস্বার্থের কথা মাথায় রেখে এই আবেদন সম্পর্কে বিবেচনা করতে মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, চার সপ্তাহের মধ্যে বিবেচনা আদালতে জানাতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। দেশের অন্য রাজ্যগুলিতে সকাল ৫টায় মেট্রো সার্ভিস শুরু হয় আর রাত ১১টা পর্যন্ত শেষ মেট্রো। সেই নিরিখে দেখতে গেলে কলকাতায় প্রথম মেট্রো পরিষেবা শুরু হয় ৬টা ৫০ শে আর রাতে ৯.৪৫ মিনিটে শেষ মেট্রো পাওয়া যায়। ফলে যারা ভোরে এবং রাত করে কাজ করে তাঁদের ক্ষেত্রে মেট্রো সার্ভিস পেতে সমস্যা হচ্ছে বলে দাবি আবেদনকারীদের। তাই মেট্রোর সময়সীমা বাড়ানো আবেদন করা হয়েছে। এই মামলায় আদালত মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, আবেদনকারীদের প্রার্থনা বিবেচনা করে অন্তত ৪৫ মিনিটের জন্য শেষ মেট্রো ছাড়ার সময় বাড়ানোর জন্য।
Discussion about this post