প্লার্টফর্ম ও লাইনের সংস্কারের জন্য একটানা ২০ দিন বন্ধ ছিল দমদমের ৫ নং প্লার্টফর্ম। রেল সূত্রে খবর, ১৮ই এপ্রিল থেকে ৭ই মে, ৫ নং প্লার্টফর্মে মোট ৪৮০ ঘন্টা ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার জেরে বাতিলের পাশাপাশি যাত্রাপথও সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছিল বহু লোকাল ট্রেনের। শিয়ালদহ ডিভিশনে রেল পরিষেবা নিয়ে এই ঘটনা নতুন নয়। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত মঙ্গলবারই ট্রাফিক ব্লকের কাজের শেষ দিন। হিসাব অনুযায়ী বুধবার থেকে পুনরায় ৫ নং প্লার্টফর্মে ট্রেন পরিষেবা চালু হবে। কিন্তু আদৌ কি তা হয়েছে।
যদিও এবিষয়, পূর্ব রেলের মুখ্য সংযোজন আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত দিনেই মিটেছে ট্রাফিক ব্লকের সমস্যা। তবে প্রাকৃতিক দুর্যোগের জেরে লাইনে সমস্যা হলে সেটা অন্য বিষয়। এই মুহূর্তে ট্রাফিক ব্লকজনিত সমস্যার কারণে দমদেম ট্রেন চলাচলে কোনওরূপ সমস্যা নেই বলে সাফ জানান তিনি।
উল্লেখ্য, ট্রাফিক ব্লকজনিত সমস্যার জেরে গত ১৮ই এপ্রিল থেকে ৭ই মে পর্যন্ত বাতিল ছিল শিয়ালদহ ডিভিশনের বনগাঁ, হাসনাবাদ ও ব্যারাকপুর এবং বিবাদী বাগ শাখার একাধিক ট্রেন। একইসঙ্গে ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছিল মাঝেরহাট, লক্ষ্মীকান্তপুর ও রানাঘাটের মতো ট্রেনের। যার ফলে যথে্ট সমস্যায় পড়তে হয়েছিল এই রুটের নিত্য যাত্রীদের। তবে নির্ধারিত সময় অনুযায়ী ট্রাফিক ব্লকের সমস্যা মিটে যাওয়ার পাশাপাশি পুনরায় বন্ধ থাকা রুটে লোকাল ট্রেনের স্বাভাবিক পরিষেবা পেয়ে খুশি যাত্রীরা।।
Discussion about this post