২৭ শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিম ও তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহাসমাবেশ থেকেই আগামী বিধানসভা নির্বাচনী লড়াইয়ের দিশা ঠিক করে দিলেন দলের নেত্রী। সমাবেশে প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধির বার্তা দিলেন যুবরাজ। তৃণমূল আয়োজিত কর্মিসভায় বিজেপিকে কটাক্ষও করেন অভিষেক৷ পাশাপাশি, তাঁর বিজেপিতে যোগদান গুজবের কড়া জবাব দিয়ে বললেন, “আমি বেইমান নই । বিজেপিতে যাব না। আমার গলা কেটে দিলেও মমতা ব্যানার্জী জিন্দাবাদ বেরোবে। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, নতুন দল আসছে।’
নেতাজি ইনডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে দলের নেতানেত্রী, কর্মীসমর্থক ও দলের নেত্রীর উপস্থিতিতে কী বললেন অভিষেক বন্দোপাধ্যায় শুনুন…
এই সমস্ত গুজব প্রসঙ্গে সাংবাদিকদের একাংশকেও দায়ী করেছেন অভিষেক । তিনি সরাসরি নাম না করেই বলেন, “আমি জানি এসব কাজ কারা করছে । তবে সভা মঞ্চ থেকে নাম নেব না তাদের, কারণ এখানে দাঁড়িয়ে সভার মর্যাদা নষ্ট করতে চাই না।”
উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুধু বিরোধীদের নয়, দলের একাংশেরও কটাক্ষ করেছেন । কারণ, তাঁকে নিয়ে এই প্রচার বিরোধীদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাংশের মুখেও শোনা যাচ্ছিল ৷ দলের মধ্যেই গুঞ্জন উঠেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলবদল করে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। এসব নিয়ে একটি কথাও এতদিন বলেননি অভিষেক । কিন্তু বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের মেগা সভা থেকে অভিষেক দলের সব নেতা, জনপ্রতিনিধিকে সাক্ষী রেখে সেই জবাব দিলেন। বললেন, ‘‘আমি অন্য ধাতুতে তৈরি। মানুষের কাছে যাব, মাথা নত করে কাজ করব। কিন্তু বিজেপির বশ্যতা স্বীকার করার লোক আমি নই। খবরে ছড়িয়ে দেওয়া হচ্ছে , আমি নাকি বিজেপিতে যাব। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নানা মন্তব্য বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল ৷ রাজনৈতিক মহলের মতে, সেই জল্পনার অবসান ঘটল ২৭ এর সভা মঞ্চে অভিষেকের বক্তব্যের মাধ্যমে৷
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর এই মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া দিতে শুরু করেছে বঙ্গ বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কচু গাছে গলায় দড়ি দিক’ । ঠিক কী বললেন সুকান্ত মজুমদার শুনুন সেই প্রতিক্রিয়া…
পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সুকান্তর অভিযোগ, ” নিজেরা ছাপ্পা ভোট করে ৷ এখন সেই তৃণমূল অন্যের উপর দোষ দিচ্ছে। আগামিদিনে এই রাজ্য থেকে তৃণমূলকে হটানো না গেলে বাংলাদেশের হিন্দুদের যে অবস্থা হয়েছে বাংলার হিন্দুদেরও সেই অবস্থা হবে।”
Discussion about this post