বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় তাকে তলব করেছিল ইডি। এর আগে তাকে একাধিকবার তলব করে ইডি। সিনেমার কাজে ব্যস্ত থাকার কারণে তলব এড়িয়ে যান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি অযোগ্য নামে তার একটি সিনেমা রিলিজ হয়। এই সিনেমার প্রচারের কাজে ব্যস্ত থাকার জন্য হাজিরা দিতে পারেননি বলে জানা যাচ্ছে। বুধবার দুপুর ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন টলিউডের গ্ল্যামার গার্ল। অভিনেত্রীর আসার আগেই তাঁর হিসাবরক্ষক নথিপত্র নিয়ে পৌঁছে গিয়েছিলেন সিজিওতে। তারপর হাজির হন ঋতুপর্ণা সেনগুপ্ত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান,’আগে যাই’।
সংবাদ সংস্থা পিটিআই-কে ইডির এক আধিকারিক জানিয়েছেন, ‘অভিনেত্রীকে তাঁর ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত নথি দেখাতে বলা হয়েছে। তাঁকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েকটি লেনদেন করা হয়েছে। আমরা ওই লেনদেনগুলির উৎস সম্পর্কে জানতে চাই’। প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এর আগে ঋতুপর্ণা বলেছিলেন, “খুব অবাক হয়েছি শুনে। আমি এ ব্যাপারে সত্যিই কিছু জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও ধারণাই নেই। সামনে আমার অনেকগুলো ছবির মুক্তি রয়েছে। তার মাঝে এমন খবর, মোটেই আমার জন্য ভালো নয়। আমার সম্মানহানি হল। সারাজীবন পরিশ্রম করছি। হঠাৎ করে আমার নামে এমন বলে দেওয়া খুবই অন্যায়।” আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই ইডির সমনের উত্তর দেবেন বলে জানিয়েছিলেন ঋতুপর্ণা। দেশে ফিরে ‘অযোগ্য’ সিনেমার মুক্তি ও প্রচারের কাজ সেরেছেন অভিনেত্রী। তারপরই আজ নিয়ম মেনে নির্ধারিত সময়ে অভিনেত্রী হাজিরা দেন।
প্রসঙ্গত, এর আগে গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। যদিও সে দিন ঋতুপর্ণা সিজিওতে হাজিরা দেননি। সূত্র মারফত জানা যায়, বিদেশে থাকার কারণে ইডি দফতরে যেতে পারেননি অভিনেত্রী। এ কথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়েছিলেন। তারপরে তাঁকে আবার ইডি দফতরে যেতে বলা হয়েছিল। সেই মতো বুধবার তাঁর প্রতিনিধি ইডির দফতরে পৌঁছনোর পরেই অভিনেত্রীর সেখানে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়। পরে তাঁর হিসাবরক্ষক বলেন, ‘‘উনি নিজে যেহেতু হিসাবের বিষয়টি দেখেন না, তাই আমি এ ব্যাপারে সাহায্য করতে এসেছি।’’ উল্লেখ্য, এর আগে রোজভ্যালি দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল অভিনেত্রীর। সেইসময় সিবিআই তলব করে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এবার রেশন দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। যার মূলে মূলত কিছু আর্থিক লেনদেন। যা নিয়েই প্রশ্নচিহ্ন। যে লেনদেন কেন হয়েছিল, তার উত্তর খুঁজতেই তৎপর এজেন্সি।
Discussion about this post