পুরনো বছর ১৪৩১-কে বিদায় জানিয়ে ১৪৩২-এর সূচনা। বাংলা নববর্ষের প্রথম দিনে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন। ভোররাত থেকেই লক্ষ্মী-গণেশ আর হালখাতা নিয়ে পুজো করাতে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে ব্যস্ত ব্যবসায়ীরা। একদিকে হালখাতা অন্যদিকে মিষ্টি মুখ। মুখ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বিনিময়ের পাশপাশি, বাংলা নতুন বছরের সকালে মন্দির গুলিতে বাড়ছে ভিড়। নতুন জামা, নতুন শাড়ি পরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আট থেকে আশি সকলেই। দক্ষিণেশ্বরের পাশাপাশি কালীঘাট, তারাপীঠ মন্দির সহ কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং জয়রামবাটি মাতৃ মন্দিরেও বিপুল ভক্ত সমাগম। নববর্ষকে স্বাগত জানিয়ে বাংলা নববর্ষের সারাদিন বাংলা জেলায় জেলায় রয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পুলিশি নিরাপত্তায় ঘেরা গোটা মন্দির চত্বর। প্রশাসন সব থেকে বেশী নজর রাখছে যাতে ভক্তদের মধ্যে পুজো দিতে যাতে কোনো অসুবিধা না হয়। পাশাপাশি গঙ্গার ঘাটে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকেও সচেতন পুলিশ প্রশাসন।
মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরোধী উগ্রপন্থীদের শিকার এলাকার হিন্দুরা। একদিকে রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজের দেশে প্রাণ বাঁচাতে দিশাহারা ! অন্যদিকে...
Read more
Discussion about this post