সদ্য ফল প্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনের। শনিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি সহ ৭১ জন সাংসদ। ভোট মিটতেই এবার দেশজুড়ে ১৩টি বিধানসভায় উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৪ জুন রাজ্যের চার বিধানসভার উপনির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ওই দিন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন। মনোনয়নপত্র স্ক্রুটিনির দিন ২৪ জুন। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২৬ জুন। সেই দিন থেকেই এই চারটি বিধানসভা এলাকায় আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাবে।
উপনির্বাচনের ফল ঘোষণা হবে ১৩ জুলাই। জানা যাচ্ছে, বাংলায় আগামী ১০ জুলাই চারটি বিধানসভায় নির্বাচন হবে। মানিকতলা,রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, এবং বাগদায় ভোট হবে ওইদিন। মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ছিলেন। তিনি ইস্তফা দিয়ে তৃণমূলের টিকিটে রানাঘাট আসনে লোকসভায় ভোটে লড়েন। একইভাবে বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিত দাস তৃণমূলের টিকিটে বনগাঁ আসন থেকে ভোটে লড়েছিলেন। একইভাবে রায়গঞ্জের বিজেপি বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী তিনিও রায়গঞ্জ থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন। উল্লেখ্য, ওই তিন প্রার্থীই ভোটে পরাজিত হয়েছেন। মানিকতলা বিধানসভা আসনটি খালি হয় মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর। তারপর আইনি কারণে ওই আসনে এতদিন উপনির্বাচন হয়নি।
Discussion about this post