রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেল শনিবার। প্রত্যাশামতোই উপনির্বাচনে জয়জয়কার তৃণমূলের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরণার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা কেন্দ্রে জিতে গেল তৃণমূল প্রার্থীরা। উল্লেখ্য, রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ২০২১ বিধানসভা ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। এবার এই তিনটি আসনই দখল করে নিল শাসকদল। মজার বিষয়, এই রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ আসনে জিতলেন আগেরবারের বিজয়ী প্রার্থীরা। শুধু মাঝে তাঁরা দলবদল করে তৃণমূলে যোগদান করেছেন। আর বাগদায় জিতলেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। মানিকতলায় জিতলেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গতবার বিজেপির টিকিটে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু পরবর্তী সময় তিনি তৃণমূলে ফিরে আসেন। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে দাঁড়ান এবং হেরে যান। কিন্তু দল বদলে লোকসভায় লড়ার জন্য তাঁকে বিধায়ক পদে পদত্যাগ করতে হয়েছিল। একইভাবে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন মুকুটমণি অধইকারী। তিনিও বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন লোকসভা নির্বাচনে লড়ার জন্য। ফলে তাঁকেও বিধায়ক পদে ইস্তফা দিতে হয়। দুজনেই লোকসভায় হেরেছেন, কিন্তু বিধানসভা উপনির্বাচনে জিতে পুনরায় বিধায়ক হচ্ছেন। রানাঘাট দক্ষিণে বিজেপি পার্থী মনোজ কুমার বিশ্বাসকে মুকুটমণি হারালেন ৩৯ হাজার ৪৮ ভোটে। জয়ের পর তিনি জানালেন, বিজেপি মানুষের খবর রাথে না। সেটা মানুষ বুঝতে পেরেছে। অপরদিকে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর জয়ের ব্যবধান ৫০ হাজার ভোটের।
বাগদায় বিজেপির টিকিটে জিতেছিলেন বিশ্বজিৎ দাস। তিনি পরে তৃণমূলে ফেরেন এবং বনগাঁ লোকসভা ভোটে লড়েছিলেন। এবার উপনির্বাচনে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। বাগদায় টিকিট পেয়েছেন মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। মাত্র ২৫ বছরের মধুপর্ণার জয়ের ব্যবধান প্রায় ৩৪ হাজার ভোটের। উল্লেখ্য ১৩ বছর পর বাগদা দখল করল তৃণমূল।
অপরদিকে কলকাতার মানিকতলা আসনটি দীর্ঘদিন ধরেই খালি ছিল রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর। এবার উপনির্বাচনে শাসকদল প্রার্থী করেছিল তাঁর স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই। তিনি হতাশ করেননি। তিনি বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারালেন প্রায় ৬২ হাজার ভোটে। এই ফলের পর বিধানসভায় শক্তি কমল বিজেপির। অন্যদিকে আরও আসন বাড়ল শাসকদল তৃণমূল কংগ্রেসের।
Discussion about this post