উত্তরবঙ্গে আজ ক্ষীণ বৃষ্টির দেখা মিলবে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।আজ থেকে আগামী ২৪ ঘন্টা রাজ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা।উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও গরম ও অস্বস্তি। উত্তরে দুই দিনাজপুর দক্ষিণে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান মিলে মোট চার জেলা আজ তাপপ্রবাহের কবলে পড়বে । তারই মাঝে স্বস্তির বাতাবরণ।
আগাম বর্ষা আন্দামানে। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে। এমনই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ১৯ শে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে। একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় পহেলা জুনের একদিন আগে ৩১ শে মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। জুন মাসের প্রথম সপ্তাহের শেষে কিম্বা দ্বিতীয় সপ্তাহের শেষে বাংলায় বর্ষার সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার ১৭ই মে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও নিকোবর আইল্যান্ডে ঢুকবে উনিশে মে রবিবার। ঘূর্নাবর্ত রয়েছে রাজস্থান বিহার বাংলাদেশ আসাম ও মধ্যপ্রদেশে। দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্নাবর্ত তৈরি হবে। যা থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও সেই সম্ভাবনা এখনো পর্যন্ত খুব ক্ষীণ বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
সোম ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির ব্যাপকতা বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরেও, তবে ২১ তারিখ বৃষ্টি কমতে শুরু করবে উত্তরের জেলা গুলিতে।
এই আসন্ন বৃষ্টির স্পেল এ কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে রাজ্যের বেশ কিছু জেলায়।
কলকাতায় আপাতত ড্রাই স্পেল চলবে আজও বৃষ্টির দেখা মিলবেনা কলকাতায় । সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও শুষ্ক ও গরম আবহাওয়া অনুভূত হবে,সঙ্গে রাত ও দিনের তাপমাত্রায় উত্থান দেখা যাবে, রবিবার ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে । সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
২০ শে মে সোমবার পঞ্চম দফার ভোটের দিন রাজ্যজুড়ে বৃষ্টি। তাপমাত্রার পারদ অনেকটাই নামবে। বৃষ্টি কলকাতা সহ গোটা রাজ্যে। স্নিগ্ধ ও শীতল বাতাস বইবে বঙ্গে । কোনো কোনো জেলায় দমকা ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মনোরম পরিবেশে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা হাওয়া অফিসের তরফে । মাঝে মাঝে বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটালেও তা বিপর্যয়ের আকার ধারণ করবে না।
অর্থাৎ, এবার স্বস্তির প্রহর গুনতে শুরু করবে রাজ্যবাসী।
Discussion about this post