আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়। আগামী দুদিনের সব অনুষ্ঠান বাতিল করেছেন অভিনেত্রী তথা সাংসদ। এই খবর চারিদিকে জানাজানি হওয়ার পর খুবই চিন্তিত হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। তবে খুব যে চিন্তার কারণ নেই সে কথা জানানো হয়েছে অভিনেত্রী তথা সাংসদের তরফে। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে লোকসভা নির্বাচন, তা মিটতেই দুর্গাপুজো। একটার পর একটা কাজে বছরের প্রায় শুরুর থেকেই বেজায় ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তাই এতকিছুর মাঝে শরীরের দিকে সেভাবে খেয়াল রাখতে পারেন নি। বুধবার গভীর রাতে জানানো হয়েছে, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে বাড়িতেই থাকতে হবে। ফলে তিনি পরিক্রমায় বের হতে পারছেন না। তাই এই সংক্রান্ত সমস্ত পরিকল্পনা বাতিল করা হচ্ছে। প্রেসার কমে গিয়েছে, পেটের সমস্যা লেগেই রয়েছে। এসব নিয়েই বিগত বেশ কিছুদিন ধরে তিনি দুর্বল হয়ে গিয়েছেন। এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। কিন্তু ডাক্তার টানা বিশ্রামে থাকতে বলেছেন। রচনা বছরের বেশিরভাগ সময় কাজে বেজায় ব্যস্ত ছিলেন। তার ধারাবাহিক শুটিং থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান ও রিয়্যালিটি শো, সব কিছুর জন্য তিনি নিঃসন্দেহে একটি কঠিন সময় পার করেছেন। এর ফলে, শরীরের প্রতি পর্যাপ্ত যত্ন নিতে পারেননি। কাজের চাপের মধ্যে থেকে সঠিক বিশ্রাম এবং খাদ্যের প্রতি সচেতনতা হারিয়ে ফেলেছিলেন।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post