সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন-সহ তিনজনকে তলব। শাহজাহানের জামাই এবং গাড়িচালককেও তলব করা হয়েছে বলেই খবর।সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হওয়া শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন ওরফে ডাক্তার সিরাজকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ রেশন দুর্নীতি মামলা-সহ সন্দেশখালিতে জমি দখলের যে অভিযোগ উঠেছে, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করতে শাহজাহানের ভাইকে তলব করেছে ইডি ৷ এছাড়া আরও দু’জনকে তলব করা হয়েছে ইডির তরফে ৷ তাঁদের আগামী বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে সিরাজুদ্দিন-সহ ওই তিন জনকে মোট তিন বার তলব করা হলেও প্রতি বারই হাজিরা এড়ান তাঁরা। এখনও পর্যন্ত সিরাজুদ্দিনের সন্ধান পাওয়া যায়নি।
ইডির তদন্তকারীরা মনে করছেন, তদন্ত থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছেন সিরাজুদ্দিন। সন্দেশখালি এবং ন্যাজাট থানায় ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের উপর জুলুমবাজির যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে শাহজাহান ছাড়া নাম ছিল শিবু হাজরা এবং অন্যদের। ইডি সূত্রে খবর, সেই মামলার তদন্তের সূত্রেই তাঁকে একাধিক বার তলব করা হয়েছিল সিরাজুদ্দিনকে। উল্লেখ্য, তদন্তকারীরা জানতে পারেন যে রেশন দুর্নীতির অর্থ পাচারের সঙ্গে শাহজাহানের ভাই ডাক্তার সিরাজের যোগ রয়েছে ৷ তাছাড়া জমিদখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ সন্দেশখালিতে একদিন স্থানীয়দের রোষের মুখেও পড়েছিলেন এই ডাক্তার সিরাজ ৷ সেই সময় পালিয়ে বাঁচেন তিনি ৷এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি ৷ এখন দেখার তিনি হাজিরা দেন কি না।
Discussion about this post