আদালতে জোর ধাক্কা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।ED র মামলায় জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট।জামিনের আবেদন খারিজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই মামলায় প্রায় ১ বছর ৯ মাস জেল বন্দী আছেন পার্থ। গত বছর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে অসুস্থতা সহ একাধিক যুক্তিতেও নিম্ন আদালতে একাধিকবার জামিনের আবেদন জানান পার্থ। কিন্তু ধোপে টেকেনি কোনও যুক্তিই। এক বছরেরও বেশি সময় গারদেই কাটিয়ে ফেলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর আগে বহুবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। কিন্তু বারংবারই নিম্ন আদালতে কেন্দ্রীয় সংস্থা পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক দুর্নীতিতে সরব হয়েছে। ফলে ক্রমশই জামিনের আশা ক্ষীণ হচ্ছে।
গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত তমলুকের বিজেপি সাংসদ। শারীরিক...
Read more
Discussion about this post