মাস খানেক আগে দমদম পুরসভার তরফে ফুটপাত দখলকারী হকারদের সরে যাওয়ার নোটিস দেওয়া হয়। পুরপ্রধান রাস্তায় নেমে হকারদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে অনেকেই সরেননি। এবার আগামী ২৯ তারিখ দমদম স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ সেটেছে রেল। হঠাৎই রেলের পক্ষ থেকে উচ্ছেদ নোটিসে আতঙ্কিত হকাররা।হকারদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন এলাকার বাম নেতৃত্ব। বৃহস্পতিবার দমদম স্টেশনের হকারদের সঙ্গে কথা বলেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। পাশে থাকার আশ্বাস দেন তারা। সংগঠক দুলাল বন্দোপাধ্যায় বলেন,পুর্নবাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। এই উচ্ছেদ রুখতে হবে। বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, এই হকার উচ্ছেদ করতে চাইছে মোদি সরকার। আদানি আম্বানি ও তাদের পছন্দসই লোকজনকে এখানে স্টল বাড়িয়ে দেবেন পয়সার বিনিময়ে। আমাদের দাবি, হকারদের লাইসেন্স দেবার ব্যবস্থা করুক রেল কর্তৃপক্ষ। দোকানদারদের দাবি লাইসেন্স দিয়ে তাদের স্বীকৃতি দেওয়া হোক অথবা পুনর্বাসনের ব্যবস্থা করুক রেল। জানা গেছে, দমদম স্টেশনের উপরে প্রায় ২০০ টি ও স্টেশনের নিচে প্রায় ১০০ স্টল রয়েছে। কেউ ৪০ বছর, কেউ ২০ বছর, কেউ ৩০ বছর ধরে হকারি করে জীবিকা নির্বাহ করছেন। আচমকা দোকান বন্ধ হয়ে গেলে পেঠে টান পরবে তাদের। জীবন জীবিকা বিপন্ন হয়ে যাবে প্রায় ৩০০ পরিবারের। এমনিতেই কর্মসংস্থানের হাহাকার অবস্থা দেশে। শিক্ষিত যুবক চাকরি পাচ্ছেন না। তার উপর হকার উচ্ছেদ হলে নতুন করে বেকার সমস্যা আর বাড়বে। সমাজে দুস্কৃতী কার্যকলায় বেড়ে যাবে বলে মনে করছে সমাজবিদরা।
দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের...
Read more
Discussion about this post