পুজোর মুখেই রাজ্যে তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এটা ম্যান মেড বন্যা। কারণ হিসেবে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যকে না জানিয়েই বিনা নোটিশে ডিভিসি জল ছাড়ার ফলে বাংলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় স্থলভূমিতে আছড়ে পড়ার আগেই ফের একবার ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, “কিছুদিন আগে বন্যা, আবার ডিভিসি গতকাল জল ছেড়েছিল। বাংলা তো জল হজম করার জায়গা হয়ে গিয়েছে”। তবে কলকাতার পাম্পিং স্টেশনগুলির উন্নতি হয়েছে বলে দাবি করে তিনি বলেন, কলকাতায় জল জমলেও নেমে যায়। “পাম্পিং সিস্টেমের উন্নতি হয়েছে। ড্রেনেজ সিস্টেমের উন্নতি হয়েছে। তা ছাড়া পলি সরানোর কাজটাও আমরা করেছি”।
প্রসঙ্গত, পুজোর আগে রাজ্যের কয়েকটি জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাকে মুখ্যমন্ত্রী ম্যান মেড বন্যা বলে আখ্যা দিয়েছিলেন। এমনকি তিনি ডিভিসি-র সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার দাবিও করেছিলেন। যদিও সে সময় কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মুখ্যমন্ত্রীর সেই দাবি খারিজ করে বলেছিলেন, রাজ্যকে জানিয়েই বাঁধগুলি থেকে জল ছেড়েছে ডিভিসি। এই বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে বেশ কয়েকবার চিঠি চালাচালি হয়েছিল। এবার নতুন করে ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় ডানার আশঙ্কার মধ্যেই কলকাতায় জল জমা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সুকৌশলে তিনি ডিভিসি-র জল ছাড়া নিয়ে তোপ দাগলেন। মুখ্যমন্ত্রীর দাবি, কিছুদিন আগেই আমরা একটি বন্যা সামাল দিয়েছি। ডিভিসি গতকাল আবার ২৪ হাজার কিউসেক জল ছেড়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আবার জল ছাড়বে। বাংলা যেন ওদের জল হজম করার একটি জায়গা হয়ে গিয়েছে। তার থেকে যদি ডিভিসি ঠিক ভাবে খনন করে পলি পরিস্কার করে, তা হলে ওরা আরও ৪ লাখ কিউসেক জল বেশি রাখতে পারে।
Discussion about this post