শপথ জট কাটাতে এবার বিকল্প ভাবনা রাজ্য বিধানসভার। সূত্রের খবর, রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে বাদ দিয়েই হবে দুই বিধায়কের শপথ। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, শপথ গ্রহণ নিয়ে রাজ্যে কম জলখোলা হয়নি। ভোটের ফলপ্রকাশের হয়েছে একমাস পূর্ণ হতে চলল। কিন্তু রাজ্য-রাজ্যপাল টানাপোড়েনে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত ৷ রাজভবন সূত্রের দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোসের নয়াদিল্লি থেকে কলকাতা ফিরতে আরও এক সপ্তাহ সময় লাগবে, সেটা দু’সপ্তাহ হতে পারে। তাই কত দ্রুত দুই বিধায়কের শপথ গ্রহণ করানো যাবে, তা বলা যাবে না।
জরুরি পরিস্থিতি ছাড়া রাজ্যপাল দিল্লি থেকে এই মুহূর্তে কলকাতায় ফিরবেন না। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপাল দ্রুত পদক্ষেপ না নিলে বিধানসভার তরফেই পদক্ষেপ গ্রহণ করতে হবে ৷ বিধানসভা কোনও পদক্ষেপ নিতে পারবে কি না, সেটা সংবিধান বিশেষজ্ঞরাই বলতে পারবেন।” এবার সেই মতোই পদক্ষেপ নিলো বিধানসভা। উল্লেখ্য, বিধানসভায় শপথ গ্রহণ করতে চেয়ে বিধানসভা ভবন চত্বরে বি আর আম্বেদকারের মূর্তির পাদদেশে ধর্না দিয়েছিলেন তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। আবার রাজ্যপাল যাতে বিধানসভা ভবনে এসে নতুন দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান তার জন্য রাজ্যপালকে চতুর্থবারের জন্য চিঠি দিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যপাল কে ছাড়া এই শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা বলে খবর সুত্রের।
Discussion about this post