বুধবার রাতে আর জি করে চলেছে দুষ্কৃতী তাণ্ডব। গোটা রাজ্য যখন রাত দখল কর্মসূচিতে ব্যস্ত সেইসময় আর জি করে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। এরা কে বা কারা, সেই প্রশ্ন ঘিরে এখন তোলপাড় রাজ্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দাবি করেছেন, এই হামলা পূর্ব পরিকল্পিত। হাসপাতালের পরিকাঠামো, এমারজেন্সি রুম, প্রয়োজনীয় ওষুধের ঘর- সব কিছু ভেঙে তছনছ করা হয়েছে। আক্রান্ত হয়েছে পুলিশও। এই ঘটনার তীব্র নিন্দা করে বিরোধী দলনেতা শুভেন্দপ অধিকারী X হ্যান্ডেলে পোস্ট করে তোপ দাগেন, ‘তৃণমূল গুন্ডাদের আর জি কর মেডিক্যালের অরাজনৈতিক মিছিলে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি মনে করেন উনিই গোটা বিশ্বে সবথেকে বেশি চালাক। উনি ভেবেছিলেন আন্দোলনকারী সেজে মানুষের সঙ্গে মিশে গুন্ডামি চালাবে তৃণমূলের গুন্ডারা, আর কেউ বুঝবে না।’ ঘটনাস্থলে দ্রুত ছুটে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেখানে মিডিয়ার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন।
এদিকে রাজ্য জুড়ে হামলাকারীদের পরিচয় নিয়ে যখন কচকচানি চলছে ঠিক সেইসময় কলকাতা পুলিশের তরফে বেশ কিছু পোস্ট করা হয়। সিসিটিভি থেকে পাওয়া ছবিগুলিতে নিশানা করে দুষ্কৃতীদের পরিচয় জানতে চাওয়া হয়। সন্ধান জানা থাকলে অবিলম্বে নিকটবর্তী থানায় যোগাযোগ করার জন্য আবেদন করা হয়।
Discussion about this post