এবার আরও কড়া হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ করেছিলেন তিনি। এরপর কলকাতা পুলিশ কমিশনার সহ অপর এক পদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তোড়জোড় শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার জানতে চাইলেন কলকাতা পুলিশের যে দুই আধিকারিকের কথা বলা হয়েছিল তাঁদের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার সেটা জানাতে হবে। তাছাড়া মাথাভাঙা এবং চোপড়ায় দুই তরুণীকে অত্যাচারের ঘটনা ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হচ্ছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে রাজ্যপালের তরফে।
রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি জানতে চেয়েছেন সংবিধানের ১৬৭ ধারায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে রাজ্যপালের তরফে এই দুই বিষয়ে পদক্ষেপ জানতে চাওয়া হয়েছে। তবে পাল্টা নবান্নের তরফে এখনও কিছু জানানো হয়নি। ঘটনার সূত্রপাত, সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের না করা হলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়েছিল কলকাতা পুলিশ। ওই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট ডিসির বিরুদ্ধে ‘অল ইন্ডিয়া সার্ভিসেস’-এর অফিসারদের আচরণবিধি সংক্রান্ত শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছেন রাজ্যপাল।
Discussion about this post