ত্বকের জেল্লা বাড়াতে কত প্রসাধনী আমরা ব্যবহার করি।নানান ব্র্যান্ড এর ক্রিম,লশন, তেল ইত্যাদির বিজ্ঞাপনে দাবি করা হয় তা ত্বক কে উজ্জ্বল করে তোলে।আমরাও সেই বিজ্ঞাপন দেখে প্রসাধনী কিনি।এছাড়া কেউ কেউ পার্লারে গিয়ে রূপচর্চা করেন।ফেসিয়ালের অন্যতম একটি ভাগ হলো ম্যাসাজ।বিভিন্ন ধরণের ক্রিম ও তেল দিয়ে মালিশ করা হয়।কিন্তু শরীরের এক বিশেষ অঙ্গে মালিশ করলেই আপনার ত্বকে আসবে জেল্লা।কী সেই অঙ্গ?জানাবো আজকের প্রতিবেদনে।
প্রকৃতিক দূষণের জেরে ত্বকের হাল বেহাল।প্রতিদিন বাইরে বেরোলে মুখে সান ট্যান থেকে শুরু করে ব্রণ,সেই থেকে নানান দাগছোপ তৈরী হয়।দাগছোপ দিয়ে মুখের জেল্লা শেষ হয়ে যায়।তাহলে কী উপায়।বিভিন্ন ভেসজ জিনিস থেকে শুরু করে কেমিক্যাল সব ব্যবহার করেছেন।অথচ ফল পাচ্ছেন না ! আপনার শরীরের মধ্যেই লুকিয়ে রয়েছে এই সমস্যার সমাধান।আপনার শরীরের এক বিশেষ অঙ্গে মালিশ করলেই ত্বকের জেল্লা বাড়বে।ত্বক হবে মসৃন ও উজ্জ্বল।
তেল বা ক্রিম দিয়ে মুখে ম্যাসাজ করার সময় কান ও কানের চারপাশে মালিশ করুন।বিশেষজ্ঞরা বলছে কানের সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গের যোগ রয়েছে।কানে মালিশ করলে তা শরীরে বিভিন্ন অঙ্গের জন্য কার্যকরী।কানের আশেপাশে বেশ কিছু প্রেসার পয়েন্ট রয়েছে।সেখানে মালিশ করলে তা উজ্জীবিত হয় ও ত্বকের জেল্লা বারিয়ে তোলে।কানের লতির পিছনে ম্যাসাজ করা যেতে পারে।
প্রতিদিন বাড়িতে ফিরে ফেসিয়াল অয়েল দিয়ে এইভাবে ম্যাসাজ করলে ,হাতেনাতে ফল পাবেন।নিয়মিত ম্যাসাজে আপনার ত্বক হবে আরো মসৃন ও উজ্জ্বল।কোনো কেমিক্যাল ছাড়াই ঘরোয়া উপায় ত্বকের স্বাস্থ্য ভালো রাখা যায়।
Discussion about this post