স্বামীকে 35 জন মহিলার সঙ্গে ভাগ করে নিয়েছেন অস্ট্রেলিয়ান এক মহিলা।এর জন্য কোনো কলহ নয়,বরং সুখে সংসার করছেন ওই মহিলা।শুনে অবাক লাগছে নিশ্চই।নিজের স্বামীকে সন্দেহ নয় বরং 35 জন মহিলার সঙ্গে ভাগ করে নিয়েছেন নির্দ্বিধায়।দাম্পত্য কলহের অন্যতম কারন বিবাহ বহির্ভূত সম্পর্ক।পার্টনারকে সন্দেহ করা নিয়েও ঝগড়া অসান্তি লেগেই থাকে।অনেক সময় এই ঝগড়া বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।কিন্তু এখানে একদম বিপরীত ঘটনা।একজন দুজন নয় 35 জন মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে এক ব্যক্তির।সবটা জেনেও কোনো আক্ষেপ নেই স্ত্রী এর।স্বামীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্যই তাদের বিবাহিত জীবন এত সুখের।
অস্ট্রেলিয়ান ওই মহিলার নাম হানি ব্রুক্স।ইনস্টাগ্রামে এই বিষয়টি শেয়ার করেছেন ওই মহিলা।অন্য মহিলার সঙ্গে স্বামীকে একই বেডরুমে প্রবেশ করলেও কোনো আপত্তি নেই তার।হাসিমুখে বেডরুমে নিজের স্বামীকে অন্যের সাথে শেয়ার করে থাকেন হানি।এতটাই মুক্তমনা হানি।
বিয়ের পর হানিকে অনেকেই বলেছেন তাদের বিয়ে বেশিদিন টিকবেনা।তাদের দেখে সুখী মনে হয়না।শুনে খুব বিরক্ত বোধ করতেন হানি।হানি ওপেন ম্যারেজ এ বিশ্বাসী।তাই সম্পর্ক কে টিকিয়ে রাখতে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ককে মেনে নিয়েছেন তিনি।তার মতে সুখে থাকাটাই আসল।সম্পর্কে একে অপরকে না ঠকালেই হল।হানি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।সোশ্যাল মিডিয়ায় তাদের ওপেন ম্যারেজ এর বিষয়টি শেয়ার করেন হানি।তাতে অনেক কটাক্ষ্যের শিকার হয়েছেন হানি।কোনো কিছুতেই কর্ণপাত করেননি তিনি।স্বামীর সঙ্গে এভাবেই দিব্বি সংসার করছেন হানি।
Discussion about this post