দাম্পত্যে সুখ শান্তি বজায় রাখতে দুজনের গুরুত্ব অপরিসীম। তাই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে মনোযোগী হওয়া উচিত। লাভ ম্যারেজ হোক কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ। সঠিক সঙ্গী নির্বাচনের উপর নির্ভর করে দাম্পত্য জীবন।
অনেক সময়েই দেখা যায় দীর্ঘদিনের সম্পর্কে চির ধরছে। আবার অনেক ক্ষেত্রে সম্পর্কে এক ঘেয়েমি তৈরি হয়। আবার এটাও দেখা যায় দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, কিন্তু বিবাহিত জীবন পা দিয়েই সেই সম্পর্কে উষ্ণতার অভাব দেখা দেয়। তাই বিয়ের আগেই আপনার সঙ্গীর সাথে কয়েকটি আলোচনা চুপি চুপি সেরে নেওয়া জরুরি। যার ফলে আপনার বিবাহিত জীবন থাকবে উষ্ণতাময়।জেনে নিন সেই ৪ বিষয় সম্পর্কে।
সম্পর্কে সম্মানকে গুরুত্ব দেওয়া
প্রত্যেকটা রিলেশনে সম্মান সব থেকে বড়ো ভূমিকা পালন করে। তাই আপনার সঙ্গীকে যথেষ্ট সম্মান দিন, কারণ উল্টোদিকের মানুষটিকে সম্মান দিলে তারপরেই আপনিও তার কাছ থেকে সমান সম্মান পাবেন। এছাড়া, সঙ্গীকে সম্মান না দিলে দাম্পত্য জীবনে নানান সমস্যা, ঝগড়া ঝামেলা আসতে পারে।তাই বিয়ের আগে থেকেই একে অপরকে সম্মান দেওয়া শুরু করুন।
ব্যক্তিগত পরিসরকে বোঝা উচিত
সম্পর্কে মিষ্টতা আনতে ব্যক্তিগত পরিসরকে বোঝা সব থেকে জরুরী। একে অপরকে ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়া দরকার। তাই বিয়ের আগে নিজেদের ব্যক্তিগত পরিসরকে অতিক্রম না করে যদি একে অপরের ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেন তাহলে সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে।
কমিউনিকেশন স্টাইল
সম্পর্ক ভালো রাখতে হলে সর্বপ্রথম দুজনের কমিউনিকেশন স্টাইল কে পরিবর্তন করা জরুরি। দুজন দুজনকে কি বলতে চাইছেন তা পরিষ্কার ভাবে ক্লিয়ার করুন। দুজনেরই কোনো কমিউনিকেশন গ্যাপ রাখবেন না। নিজের ভালো লাগা, খারাপ লাগা, রাগ, অভিমান, পছন্দ, অপছন্দ প্রথমেই সঙ্গীর কাছে পরিষ্কার করতে পারেন, তাহলে পরবর্তীতে এই নিয়ে ভুল বোঝা বুঝির অবকাশ কম হবে। তাই বিয়ে করার আগে, এই সব বিষয় গুলি আগে থেকেই আলোচনা করে নিন, তাহলে আপনার সঙ্গী আপনার সম্পর্কে সম্পূর্ন অবগত থাকবে। যার ফলে পরবর্তীতে দাম্পত্য জীবনে অশান্তি কম হবে।
দুজনের প্রত্যাশা
সম্পর্কে প্রত্যাশা থাকবে এটাই স্বাভাবিক। তবে প্রথমেই বেশি বেশি করে অনেকেই প্রত্যাশা করে। সঙ্গীর সাথে ভবিষ্যত পরিকল্পনা না করেই সেগুলি ভেবে নেই, ফলে পরে এগুলি নিয়েই অনেক বড়ো সমস্যার সৃষ্টি হয়। তাই আপনার সঙ্গীর উপর প্রত্যাশা কতটা তার প্রয়োগ প্রথমেই না করে, বিয়ের আগে তাকে আপনার তার প্রতি প্রত্যাশা সম্পর্কে অবগত করুন।সঙ্গী হিসেবে তাঁর কাছ থেকে আপনি ঠিক কেমন সম্পর্কের আশা করছেন এবং ভবিষ্যৎ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কী, এ বিষয়ে আগেই খোলামেলা আলোচনা করুন।
২০১৯ সাল থেকে ২০২৪, গত পাঁচ বছরে একাধিক বার বউবাজার নিয়ে সমস্যায় পড়তে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। আর দীর্ঘ দিন ধরেই...
Read more
Discussion about this post