এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানাল সবুজ শিবির। অভিযোগ জানানো হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমারকে। বিজেপির পক্ষপাতিত্ব করে সন্দেশখালির রিপোর্ট তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দ্রুত রেখা শর্মা, পিয়ালি দাস সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘নিরপরাধ মহিলাদের সঙ্গে জালিয়াতি, প্রতারণা, ভয় দেখানো এবং অপরাধমূলক ষড়যন্ত্র’-এর মতো গুরুতর অপরাধের অভিযোগে ফৌজদারি মামলা করার জন্য অভিযোগ দায়ের করেছে তৃণমূল ৷ এদিন তৃণমূল জানায় মহিলাদের চাপ দিয়ে থানায় অভিযোগ করিয়েছেন রেখা শর্মা।শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা দাবি করেছিলেন, রেখা শর্মার সামনেই সাদা কাগজে সই করানো হয়েছিল। পরে সেটিকেই ধর্ষণের মামলায় রূপান্তরিত করা হয়। নির্বাচন কমিশনে দায়ের করা অভিযোগে তৃণমূল জানিয়েছে, বিজেপি সন্দেশখালিতে এই নোংরা খেলা শুরু করেছে। তাতে জাতীয় মহিলা কমিশনও মদত দিয়েছে। প্রমাণ হিসেবে বিদ্রোহী মহিলাদের সেই ভাইরাল ভিডিয়োর প্রসঙ্গ তুলে ধরেছে তৃণমূল। সেখানে এক মহিলা স্পষ্ট বলেছিলেন, দিল্লি থেকে রেখা শর্মা এসে তাঁদের জোর করে অভিযোগপত্রে সই করিয়েছিলেন। রেখার পাশাপাশি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয় এদিন।
Discussion about this post