এর আগে বারবার দেখা গিয়েছে, লোকসভা ভোট চলাকালীন মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার। এর কারণ, নতুন সরকার গঠন নিয়ে দোলাচল থাকায় লগ্নিকারীরা শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে রাখেন। কিন্তু ২০২৪ লোকসভা ভোটে দেখা যাচ্ছে অন্যচিত্র। বৃহস্পতিবার সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল নিফটি (NIFTY)। ইতিমধ্যেই নিফটি ছুঁয়ে ফেলেছে ২২,৮২৫.২৫ পয়েন্ট। এদিন নিফটি ২২৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ফলে দারুন খুশি লগ্নিকারীরা।
লোকসভা নির্বাচনের মাত্র দুই দফা বাকি। আগামী মাসের ৪ তারিখ ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে শেয়ার বাজারে বরাবর ডামাডোল দেখা যায়। এবারও সেরকমই ট্রেন্ড দেখা যাচ্ছিল। সোমবার থেকে শেয়ার বাজারে মন্দা দেখা যাচ্ছিল। কিন্তু সপ্তাহের মাধপথে বৃহস্পতিবার আচমকা শেয়ার মার্কেটে লম্বা লাফ দেখা গেল। শুরুটা ধীর গতির হলেও বেলা সাড়ে এগারোটা নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) নিফটিতে বড়সড় লাফ লক্ষ করা গিয়েছে। BSE-র ৩০টি শেয়ার বেলা সাড়ে এগারোটা নাগাদ ৪৪৪.২৩ পয়েন্ট লাফিয়ে ৭৪,৬৬৫.২৯ লেভেলে লেনদেন শুরু করে। এরমধ্যে অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার এক লাফে ৪ শতাংশ বেড়ে গিয়েছে।
অপরদিকে, বুধবার শেষ লেনদেনে নিফটি বন্ধ হয়েছিল ২২৫৯৭.৭০ পয়েন্টে। বৃহস্পতিবার নিফটি খুলেছিল ২২৬১৪ পয়েন্ট থেকে। কিন্তু বেলার মাঝপথে আচমকা নিফটি বিশাল লাফ দিয়ে পৌঁছে যায় ২২৮০০ পয়েন্টে। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। নিফটি ৫০-এ আদানি এন্টারপ্রাইজের শেয়ার সর্বাধিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরপরেই আছে অ্যাক্সিস ব্যাঙ্ক, লারসেন অ্যান্ড টুব্রো। এছাড়া মিডক্যাপ বিভাগে রেলের সহযোগী সংস্থা RVNL-এর শেয়ার প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Discussion about this post