আগামী সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচন। তার আগে পুলিশের চোখে ধুলো দিয়ে পাচার হচ্ছিল কোটি কোটি টাকা। শেষমেশ দুর্ঘটনাই ধরিয়ে দিল। আগামী সোমবার অন্ধ্রপ্রদেশের ২৫ টি আসনে ভোট রয়েছে। তার ঠিক আগে শনিবার সেই রাজ্যে উদ্ধার হয়েছে বিপুল টাকার গাড়ি। আজ একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭ কোটি টাকা। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। শনিবার অন্ধ্রপ্রদেশের অনন্তপল্লির নল্লাজর্লা মণ্ডলে লরির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় উলটে যায় গাড়িটি। সেই সময় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির আরোহীরা গাড়ি থেকে ছড়িয়ে পড়া টাকা দ্রুত বস্তায় ভরে পালানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই পুলিশ সেখানে এসে পড়ে পুলিশ। এরপরই পুলিশি তল্লাশিতে দেখা যায়, ওই গাড়িতে আরো সাতটি টাকা ভর্তি ব্যাগ। এই দুর্ঘটনায় গাড়ির চালক জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই টাকার সঙ্গে ভোটের কোনও যোগ রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে তারা।
২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে বিগত এগারো বছর ধরে তিনিই ভারতের সর্বেসর্বা। এই সময়কালে তিনি ভারতকে...
Read more
Discussion about this post