শেষবার শোনা গিয়েছিল ২০২৩ সালের অক্টোবরে সারা দেশে ৪জি পরিষেবা চালু করতে পারে রাষ্ট্রায়ত্ব সংস্থা বিএসএনএল। কিন্তু তা হয়নি। এবার সামনে আসছে নতুন তারিখ। তবে একেবারে দেশীয় প্রযুক্তিতে ভারতে ৪জি পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল। আত্মনির্ভর ভারত প্রকল্পের নীতি অনুসরণ করেই ভারতে ৪জি স্পেকট্রাম নির্ভর পরিষেবা চালু করতে চায় রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা।
ভারতে বেসরকারি টেলিকম সংস্থাগুলি যেখানে ধাপে ধাপে ৫জি পরিষেবা চালু করছে। ইতিমধ্যেই মেট্রো ও মাঝারি শহরে ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোদাফোন আইডিয়ার মতো সংস্থা। সেখানে বিএসএনএল আজও ৪জি পরিষেবা চালু করতে পারেনি। বিএসএনএলের পুরোনো আমলের ৩জি পরিষেবা নিয়ে বিতর্কও কম হচ্ছে না। তবে বিএসএনএল জানিয়েছে, ইতিমধ্যেই পঞ্জাবের কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে ৪জি পরিষেবা দিচ্ছে। বিএসএনএল-এর জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৪জি পরিকাঠামো তৈরি করেছে তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস এবং রাষ্ট্রায়ত্ত টেলিকম গবেষণা সংস্থা সি-ডট।
সংস্থা জানিয়েছে, ৭০০ এবং ২১০০ মেগাহার্ৎজের স্পেকট্রাম ব্যান্ডে প্রতি সেকেন্ডে ৪০-৪৫ মেগাবাইট গতি মিলছে। এবার এই পরিষেবা গোটা দেশে ছড়িয়ে দিতে চায় বিএসএনএল। পঞ্জাবে বিএসএনএলের ৪জি পরিকাঠামো ১০ মাস ধরে সাফল্যের সঙ্গে পরিষেবা দিচ্ছে। আর মাস দুই পরই পরীক্ষামূলক পরিষেবা শেষ হবে। সেই মতো আগষ্ট মাস থেকে দেশের বাকি অংশে ৪জি পরিষেবা ছড়িয়ে দিতে তৈরি বিএসএনএল। সূত্রের খবর, টিসিএস, টাটা গোষ্ঠীর তেজস নেটওয়ার্কস, সি-ডট সার দেশে ৪জি পরিকাঠামো তৈরির জন্য বিএসএনএলের থএকে ১৯ হাজার কোটি টাকার বরাত পেয়েছে।
Discussion about this post