আজ থেকে আগামী দুদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের গড় গুজরাটে থাকবেন। এই দুদিন নিজের রাজ্য গুজরাটে প্রধানমন্ত্রীর মোট ছয়টি জনসভা রয়েছে। বিজেপি সূত্রে খবর, এই ছয়টি জনসভার মাধ্যমে প্রধানমন্ত্রী মোট ১১টি লোকসভা আসনে প্রচার করবেন। এছাড়া ভদোদরা সহ বেশ কয়েকটি শহরে তাঁর রোড শো করার কথা আছে। গুজরাতের যে কেন্দ্রগুলিতে আজ জনসভা করবেন মোদি সেই ২৬টি আসনের মধ্যে ২৫টিতে আগামী ৭ মে ভোট রয়েছে।
সুরাত আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। তবে আপাতদৃষ্টিতে গুজরাতে পদ্ম শিবিরের অবস্থা ভাল মনে হলেও বাস্তবে তা উল্টো। কারণ প্রতিবেশী রাজ্য রাজস্থানে রাজপুতদের বিদ্রোহের আঁচ গুজরাতেও পড়েছে। তাছাড়াও দলের অন্দরে প্রার্থী এবং অন্যান্য ইস্যুতে দলের গোষ্ঠী কোন্দল দীর্ঘদিন সামনে এসেছে তাও ভাবাচ্ছে পদ্ম শিবির কে। অন্যদিকে, সুরাতের কংগ্রেস প্রার্থী লড়াই থেকে সরে গেলেও বাকি আসনে হাত শিবির ভালই লড়াই করছে। ফলে বলাই যায় কুড়াতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। সোমবার গুজরাটে দু দফায় প্রচার করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাহুল গান্ধী। ২৭ তারিখ প্রিয়ঙ্কা গান্ধী। আজকে প্রধানমন্ত্রীর প্রচার। আগামী ৫ মে পর্যন্ত কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা লাগাতার প্রচার চালাবেন।
পাশাপাশি মোদির রাজ্যে প্রচারে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-সহ একাধিক নেতা। প্রধানমন্ত্রীর সভার জন্য বেছে নেওয়া হয়েছে আনন্দ, ওয়াধা, সুরেন্দ্রনগর, জুনাগড়, বানসকান্থা, হিম্মতনগর ও সবরকান্থা লোকসভা আসন।
Discussion about this post