প্রথম দুই দফায় তুলনামূলক কম ভোট পড়েছে সাড়া দেশে। এই ভোটের হার নিয়ে চিন্তিত বিজেপি শিবির। ৭ মে অর্থাৎ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় দফার ভোট। এই দফায় গুজরাটের আহমেদাবাদে চলছে ভোটগ্রহন। এই শহরের ভোটার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁরা সকাল সকাল ভোট দিলেন এবং বেশিমাত্রায় দেশের জনগণকে ভোটদানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানালেন।
#WATCH | Prime Minister Narendra Modi greets people after casting his vote for #LokSabhaElections2024 at a polling booth in Ahmedabad, Gujarat
Union Home Minister Amit Shah is also present. pic.twitter.com/0UOfKDacd0
— ANI (@ANI) May 7, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি বছরই আহমেদাবাদের রানিপ এলাকার নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। এবারও তিনি গেলেন, তবে নজিরবিহীনভআবে সঙ্গী ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা তাঁর বিস্বস্ত সঙ্গী অমিত শাহ। উল্লেখ্য, এই ভোটগ্রহণ কেন্দ্র গান্ধিনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে বিজেপি প্রার্থী অমিত শাহ। ফলে প্রধানমন্ত্রী যে অমিত শাহকেই ভোট দিয়েছেন এ কথা বলাই বাহুল্য।
#WATCH | Prime Minister Narendra Modi casts his vote for #LokSabhaElections2024 at Nishan Higher Secondary School in Ahmedabad, Gujarat pic.twitter.com/i057pygTkJ
— ANI (@ANI) May 7, 2024
এদিন ভোট দেওয়ার পর সাধারণ মানুষদের অভিবাদন গ্রহন করেন মোদি এবং অমিত শাহ। তাঁরা ভোটকেন্দ্র থেকে বেরিয়ে পায়ে হেঁটে অনেকটা পথ যান। পথের দুধারে থাকা মানুষদের আঙ্গুলে লাগানো ভোটের কালি দেখিয়ে ভোটদানে উদ্বুদ্ধ করেন। এরপরই নজিরবিহীনভাবে সাংবাদিকদের মুখোমুখি হন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে সচরাচর এভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায় না। তৃতীয় দফার ভোটদানের পর মোদি বলেন, আজ লোকসভা ভোটের তৃতীয় দফার ভোট। আমি দেশবাসীর কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি সকলে গণতন্ত্রণের এই উৎসবে সামিল হতে। ভোটদানের অত্যধিক গুরুত্ব রয়েছে বলে তিনি বলেন, আরও চার দফ ভোট রয়েছে, সমস্ত রাজ্যের ভোটারদের এই ভোট প্রক্রিয়ায় অংশ নিতে অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বলেন, আরও ৬৪টি দেশে ভোটগ্রহণ চলছে। কিন্তু ভারতের ভোট ম্যানেজমেন্ট সিস্টেম একটা উদাহরণ তৈরি করে। জাতীয় নির্বাচন কমিশনের সমস্ত ব্যবস্থাপনার প্রসংশাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Discussion about this post