‘সাত পাকে বাঁধা’ না পড়লে সেটা বিয়েই নয়। হিন্দু রীতি এটাই বলে। এবার এই নিয়মের স্বীকৃত দিল সুপ্রিম কোর্ট। শুধু রেজিস্ট্রি করলেই হিন্দু বিয়ে বৈধ নয়, হিন্দু বিয়ে মানে সাত পাকে বাঁধা পড়া বলছে সুপ্রিম কোর্ট।শাস্ত্র মতে বিয়ের একাধিক রীতিনীতি রয়েছে।দুই পারিবারের সদস্যদের সামনে বড় বধূর চার হাত এক করার নিয়ম।বহু প্রাচিন যুগ থেকে এই নিয়মই চলে আসছে।সেই রীতিনীতি ও সংস্কার মেনে সামাজিক বিয়ে হয়।
বিবাহ নিয়ে এমনই জানাল দেশের সর্বোচ্চ আদালত।
বিবাহ সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানায়,হিন্দুমতে বিয়ে শুধুমাত্র কোনো অনুষ্ঠান নয়।অনেক জায়াগায় এখনো পন নেওয়ার রীতি বর্তমান।কিন্তু পণ বা উপহারের জন্য চাপ সৃষ্টি করা আইনত অপরাধ।
সুপ্রিম কোর্টের এই বেঞ্চের কথা মতো,সকল রীতিনীতি ও সংস্কারের মাধ্যমে বিবাহের অনুষ্ঠান না হলে তাকে বিয়ে বলা যায় না।উচ্চ আদালত বলেছে, “যখন বিয়েতে সপ্তপদী অর্থাৎ বর কনে মিলে অগ্নিসাক্ষী করে সাত পাক ঘোরা হয়, তখনই বিয়ে সম্পন্ন হয়। যেই বিয়েতে নিয়ম এবং সংস্কার সঠিক ভাবে মানা হয় না তাকে হিন্দু বিবাহ হিসাবে মানা যায় না।”
এখানেই শেষ নয়, ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ের প্রামান ও রাখতে হবে।স্বামী স্ত্রী হিসাবে স্বীকৃতি পেতে রীতিনীতি ও সংস্কার মেনে বিয়ে করতে হবে।নচেৎ সেই বিয়েকে অবৈধ ধরে নেওয়া হবে।
গুজরাতে মর্মান্তিক দুর্ঘটনা। তৈরির সময়েই ভেঙে পড়ল বুলেট ট্রেন চলাচলের জন্য নির্মীয়মান সেতু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যে গুজরাতের আনন্দে। প্রাথমিকভাবে...
Read more
Discussion about this post