বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতির চাপে পদত্যাগ করেন। এবং আগরতলা, কলকাতা হয়ে দিল্লিতে এসে আশ্রয় নিয়েছেন। সূত্রের খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী চাইছেন লন্ডনে আশ্রয় নিয়ে। সেই নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে। আপাতত তিনি দিল্লির কোনও সেফ হাউসে থাকবেন বলেই জানা যাচ্ছে। অশান্ত বাংলাদেশে এই মুহূর্তে কোনও নির্বাচিত সরকার না থাকায় সেনা শাসন জারি হয়েছে। যদিও বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, খুব শীঘ্রই বাংলাদেশে অন্তর্বর্তী তদারকি সরকার গঠন করা হবে। এই পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত বিমান বাতিল করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। অন্যান্য বিমান সংস্থাও বিমান বাতিল করছে। পাশাপাশি ভারতীয় রেলের তরফেও জানানো হয়েছে। কলকাতা থেকে ঢাকাগামী আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেস এবং খুলনাগামী বন্ধন এক্সপ্রেস অনির্দিষ্টকালের জন্য বাতিল থাকবে। এছাড়া নিউ জলপাইগুড়ি থেকে ঢাকাগামী মিতালি এক্সপ্রেসও বাতিল করা হয়েছে বলেই রেল সূত্রে জানা যাচ্ছে।
বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি নিয়ে ভারত কড়া নজর রাখছে। সূত্রের খবর, বাংলাদেশ থেকে সে দেশের বায়ুসেনার হেলিকপ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বোন রেহানাকে নিয়ে প্রথমে আগরতলায় পৌঁছন। সেখান থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা হয়ে দিল্লির গাজিয়াবাদে বায়ুসেনার বেস এয়ারপোর্টে নামেন। এরপর তিনি দিল্লিতে পৌঁছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আলাদা করে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। অপরদিকে, শেখ হাসিনা কোথায় আশ্রয় নেন তার দিকে নজর রাথছে গোটা বিশ্ব। প্রথমে শোনা গিয়েছিল, তিনি লন্ডনে যেতে পারেন। কিন্তু পরে জানা যায়, ব্রিটেন তাঁর রাজনৈতিক আশ্রয় প্রত্যাখ্যান করেছে। যদিও এর সমর্থনে কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। তবে জানা যাচ্ছে আপাতত কয়েকদিন তিনি ভারতের আশ্রয়ে কোনও সেফ হাউসে থাকবেন।
Discussion about this post