উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছেই ঘটে গিয়েছে ভয়াবহ রেল দুর্ঘটনা। সেই দুর্ঘটনার তদন্ত চলছে। কার বা কাদের গাফিলতিতে দুর্ঘটনা, নাকি শুধুই যান্ত্রিক বিভ্রাট, তা জানা যাবে রেলওয়ে সেফটি কমিশনারের তদন্ত রিপোর্ট এলে। কিন্তু সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ-মধ্য রেলের অধীনে হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের কাছে। যদিও রেল সূত্রে জানা যাচ্ছে, দুটি ফাঁকা কামরায় আগুন লাগে। ফলে হতাহতের সংখ্যা নেই। তবুও দিনদুপুরে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে সেকেন্দ্রাবাদ রেলস্টেশনে।
Fire in bogie of train at Secunderabad railway station pic.twitter.com/q5GNtPVvOO
— Uma Sudhir (@umasudhir) June 20, 2024
সূত্রের খবর, সেকেন্দ্রাবাদের মেট্টুগুডায় রেলের কামরা পরিস্কার করার জায়গা রয়েছে। সেখানেই বৃহস্পতিবার সকালে দুটি ফাঁকা কামরায় আচমকা আগুন লেগে যায়। একটি রেলব্রিজের উপরে দাউ দাউ করে জ্বলতে থাকে দুটি কামরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ কয়েকটি ভিডিও ছেয়ে গিয়েছে। তাতেই দেখা যাচ্ছে, রেল ব্রিজের উপরে ট্রেনের কামরা দাউ দাউ করে জ্বলছে। দক্ষিণ-মধ্য রেলের কর্তারা সঙ্গে সঙ্গেই স্থানীয় দমকল বিভাগে খবর দেয়। দমকল এবং রেলের কর্তারা ছুটে যান সেখানে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেই জানিয়েছে সেকেন্দ্রাবাদের দমকল বিভাগ।
సికింద్రాబాద్ రైల్వే స్టేషన్ వద్ద ఓ రైలులో అగ్ని ప్రమాదం
సికింద్రాబాద్ రైల్ నిలయం పక్కనున్న రైల్వే బ్రిడ్జి మీద ఆగిన ఓ రైలులో అగ్ని ప్రమాదం సంభవించింది. pic.twitter.com/fnoUMxz65e
— Telugu Scribe (@TeluguScribe) June 20, 2024
দক্ষিণ-মধ্য রেল সূত্রে জানা গিয়েছে, সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে যে সমস্ত ট্রেন যাত্রা শুরু করে সেগুলি মেট্টুগুডাতে পরিস্কার পরিচ্ছন্ন করা হয় নির্দিষ্ট লাইনে নিয়ে গিয়ে। যাকে ওয়াশিং লাইন বলা হয়। ওই লাইনের নীচ দিয়ে একটি রাস্তা গিয়েছে। বৃহস্পতিবার সকালে সেই লাইনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের দুটি কামরায় কোনও ভাবে আগুন লেগে যায়। কিন্তু সেখানে দমকলের গাড়ি পৌঁছনোর সঠিক রাস্তা না থাকায় সমস্যায় পড়েন দমকলকর্মীরা। অবশেষে সিঁড়ির সাহায্যে তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণে পুরো কামরায় আগুন ছড়িয়ে গিয়েছে। ঘন ধোঁয়ায় ছেয়ে গিয়েছে আকাশ। রেলের কর্মীরা ওই দুটি কামরা ট্রেন থেকে আলাদা করে দেওয়ায় আগুন আর বেশি ছড়ায়নি। তবে কামরাগুলি ফাঁকা হওয়ায় কেউ হতাহত হয়নি বলেই জানানো হয়েছে। তবে ঠিক কি কারণে এই আগুন লাগলো সেটা এখনও পরিস্কার নয়। ঘটনার আলাদাভাবে তদন্ত শুরু করেছে সেকেন্দ্রেবাদ দমকল বিভাগ এবং দক্ষিণ-মধ্য রেল।
Discussion about this post