ডাক্তারের কাছে রুটিন চেক আপ করাতে হাসপাতালে গিয়েছিলেন ৫৯ বছর বয়সি রবীন্দ্রন নায়ার। দুঃস্বপ্নেও ভাবতে পারেননি, সেখানে গিয়ে ২ দিন ধরে লিফ্টে আটকে থাকতে হবে তাঁকে। কেরলের তিরুঅনন্তপুরমের এই ঘটনায় তিন জন কর্মীকে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। রবীন্দ্রনের অভিযোগ, বহুবার অ্যালার্ম বাজিয়েও, হাঁকডাক করেও দু’দিন ধরে তাঁকে কেউ উদ্ধার করতে আসেনি। আর চার পাঁচজন রোগীর মতো রবীন্দ্রনও তিরুঅনন্তপুরমের হাসপাতালের ওপি ব্লকে দেখাতে গিয়েছিলেন ডাক্তার। ডাক্তারের সঙ্গে রুটিন চেক আপের অ্যাপয়েন্টমেন্ট ছিল রবীন্দ্রনের। তবে বিপত্তি ঘটে যায়, হাসপাতালের লিফ্টে। হাসপাতালের ওপি ব্লকে শনিবার থেকে টানা ২ দিন রবীন্দ্রন আটকে ছিলেন বলে অভিযোগ। কেরলের বিধানসভার কর্মী রবীন্দ্রন। তাঁর স্ত্রী তিরুঅনন্তপুরমের ওই হাসপাতালেরই কর্মী। রবীন্দ্রন জানান, হাসপাতালে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে ফেরার পথে লিফ্ট থেকে বের হতে গিয়ে, তিনি সেখানে আটকে পড়েন। আর সেই অবস্থায় ২ দিন ছিলেন লিফ্টে। পুলিশ জানিয়েছে, ‘তিনি দোতলায় যাওয়ার জন্য লিফটে উঠেছিলেন কিন্তু লিফটটি নিচে নেমে খোলেনি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, তিনি সাহায্যের জন্য চিৎকার করেছিলেন কিন্তু কেউ আসেনি। তাঁর ফোনও বন্ধ ছিল।’ জানা যাচ্ছে, লিফ্ট দুটি পর পর তলার মধ্যে আটকে গিয়েছিল। সেই সময় রবীন্দ্রনের ফোন হাত থেকে পড়ে যায়। ফলে সেটি বন্ধ হয়ে যায়। এর জেরে তিনি বাইরে কাউকে ফোন করতে পারেননি। এদিকে তিনি বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন তাঁর পরিবারের সদস্যরা ৷ তাঁর পরিবারের তরফে মেডিক্যাল কলেজ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় ৷ মেডিক্যাল কলেজের কেউ জানতেন না যে একজন রোগী লিফটে আটকে আছেন। সোমবার সকাল ৬টা নাগাদ রবীন্দ্রন নায়ারকে লিফটে আটকে থাকতে দেখা যায়। অপারেটর এসে লিফট খুলে দেখেন রবীন্দ্রন নায়ার সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন৷ অপারেটর জানিয়েছেন যে লিফটের সামনে একটি বোর্ড ছিল ৷ সেখানে ওই লিফট না ব্যবহারের কথা লেখা ছিল ৷ কিন্তু রবীন্দ্রন নায়ারের পরিবারের অভিযোগ, বিকল লিফটের সামনে কোনও সতর্কতামূলক বোর্ড লাগানো হয়নি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে রবীন্দ্রন নায়ারের পরিবার। কেরলের তিরুঅনন্তপুরমের এই ঘটনায় তিন জন কর্মীকে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে।
Discussion about this post