বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের গোণ্ডা জংশনের কাছে লাইনচ্যুত হয় ডিব্রুগড়গামী একটি এক্সপ্রেস ট্রেন। এর ফলে ওই ট্রেনের অন্তত ১২টি কামরা রেললাইন থেকে পড়ে যায়। দুটি কামরা রেললাইনের ধারে গিয়ে উল্টে যায়। এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর সামনে এসেছে, আহতের সংখ্যা বহু। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায়। কেন এই ভয়াবহ দুর্ঘটনা সেটা নিয়ে রেলের তরফে মুখ খোলা না হলেও পরে একটি খবর জানানো হয়েছে।
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির চালক দাবি করেছেন দুর্ঘটনার ঠিক আগে একটি বিকট শব্দ শুনেছেন তিনি। এরপরেই ট্রেনটি বেলাইন হয়। ওয়াকিবহাল মহলের মতে, ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার জন্য এবার অন্তর্ঘাত তত্ত্ব সামনে এসে গেল। দুর্ঘটনার অভিঘাতে ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি কামরা লাইনচ্যুত হয়েছে। চারটি কামরা পুরোপুরি রেললাইন থেকে পড়ে গিয়েছে পাশের মাঠে। ফলে রেললাইনের বড়সড় ত্রুটি থাকতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
পাশাপাশি বিস্ফোরণের যে আওয়াজ ট্রেনের লোকোপাইলট পেয়েছিলেন সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে আগামীদিনে দুর্ঘটনার কারণ সম্পর্কে ঠিক কি কারণ উঠে আসে সেই দিকেই নজর থাকবে দেশবাসীর। আপাতত উদ্ধারকাজে তৎপরতা বাড়ানো হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানে রয়েছেন উত্তরপ্রদেশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্তাদের নির্দেশ দিয়েছেন, পর্যাপ্ত গাড়ি এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার। তিনি নিজেও যোগাযোগ রাখছেন সংশ্লিষ্ট মহলের সঙ্গে।
Discussion about this post